নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মহামারী করোনার প্রকোপ যতই বেড়ে চলছে ততই উত্তরোত্তর খাদ্য সংকট বেড়ে চলেছে। গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ গুলো লকডাউনের কারণে ঠিকমতো যখন আহারের ব্যবস্থা করতে পারছেনা অথচ লকডাউনের সময়সীমা বেড়ে চলেছে, এমতাবস্থায় সাধারন খেটে খাওয়া মানুষ এবং অনাথ ও ভিক্ষুকদের জন্য খাবারের ব্যবস্থা করতে এগিয়ে এল বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গা গ্রামের বুদ্ধিজীবী ও সমাজসেবীরা।
তারা করোনা রিলিফ ফান্ড গড়ে ওই অঞ্চলের ৩২৫ টি পরিবারের হাতে চাল আলু পেঁয়াজ সাবান সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন। শুধু গ্রামেই নয় এলাকার বাইরে আশেপাশের গ্রামের বেশকিছু অসহায় ব্যক্তিদের খাবারের প্যাকেট পাঠানোর ব্যবস্থা করা হয়।
আরও পড়ুনঃ রাজনৈতিক রঙ ভুলে অসহায় মানুষদের পাশে ইংরেজবাজারের নেতারা
অভাবগ্রস্থ মানুষের আত্মসম্মানের কথা চিন্তা করে তারা দুইদিন ব্যাপী সন্ধ্যার পর থেকে রাতের আঁধারে বাড়ি বাড়ি তাদের ত্রান বিতরন করেন। করোনা রিলিফ ফান্ডের ত্রান পরিবেশনায় অগ্রণী ভূমিকা গ্রহন করে স্থানীয় কাপাসডাঙ্গা অগ্রগামী ক্লাব।
করোনা রিলিফ ফান্ডের মুখ্য পরিচালক তাজমত সেখ জানিয়েছেন, “আমরা অরাজনৈতিক ও বেসরকারিভাবে দীর্ঘ ১০ দিন এলাকায় ঘুরে ঘুরে সার্ভে করেই যারা প্রাপ্য অর্থাৎ এই ৩২৫টি পরিবারকে বেছে ত্রান তুলে দিতে পেরে আনন্দিত। মহঃ জিয়াউল হক, সুজাউদ্দিন আহমেদ সহ স্থানীয় সরকারি শিক্ষক-শিক্ষিকা এবং বেশকিছু চাকুরীজীবী ও সমাজেসেবী ব্যক্তি ফান্ড গড়ার কাজে এগিয়ে আসেন। আমরা লকডাউনের উপর নজরে রাখছি। যদি কিছু অঘটন ঘটে আমরা আবারও ফান্ড গড়ে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সদা প্রস্তুত থাকব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584