জামডহরীর অনাবাদী,পতিত জমিতেও ফসলের স্বপ্ন দেখাচ্ছে টিয়ার

0
38

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

tree planting | newsfront.co
নিজস্ব চিত্র

‌বুধবার সকালে স্বনামধন্য পরিবেশ গবেষণা সংস্থা ট্রপিক্যাল ইন্সটিটিউট অব্ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চ (টিয়ার) সংস্থার উদ্যোগে কৃষি ভিত্তিক উন্নয়নের মাধ্যমে গ্রামবাসীদের অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর করার লক্ষ্যে ঝাড়গ্রাম জেলার জাম্বনী থানার ঝাড়খন্ড লাগোয়া সংস্থার দত্তক গ্রাম জামডহরীতে সংস্থার ধারাবাহিক কর্মসূচির তৃতীয় পর্বে এলাকার পতিত জমিতে ২০০ টি আনারসের চারাগাছ রোপণ করা হয় এবং ২ বিঘার বেশি জমিতে বিউলির ডালের বীজ বপন করা হয়।

farmer | newsfront.co
নিজস্ব চিত্র
cultivation | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য মালদহে

পাশাপাশি কেঁচো জৈব সারের ক্ষেত্র প্রস্তুত করা হয়। সংস্থার সদস্য ও গ্রামবাসীদের সহযোগিতায় এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংস্থার সম্পাদক তথা কাপগাড়ির সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ডঃ প্রণব সাহু।

এছাড়াও এদিন উপস্থিত ছিলেন অধ্যাপক সুপ্রকাশ দাশ, সদ‍স‍্য শরৎ চ‍্যাটার্জী প্রমুখ। গ্রামবাসী সন্তু মাহাতো, দিলীপ মান্ডী ও মঙ্গল সরেন ও অন‍্যান‍্য গ্রামবাসীদের পতিত ও অনাবাদী জমিতে গাছ গুলি লাগানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here