ফিরল সেই স্তম্ভিত স্মৃতি! গোলকিপারের সঙ্গে ধাক্কায় পর হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু ফুটবলারের

0
102

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ম্যাচ চলাকালীন হঠাৎই মৃত্যু হল আলজেরিয়ার এক ফুটবলারের। মাঠের মধ্যেই প্রাণ হারালেন ফুটবলার সোফিয়ান লুকার। খেলা চলাকালীন নিজের দলের গোলকিপারের সঙ্গে ধাক্কা খান ফুটবল ক্লাব এমসি সাইদার অধিনায়ক লুকার। তবে চিকিৎসার পর কিছুক্ষণের মধ্যেই মাঠে ফেরেন তিনি। কিন্তু বেশি সময় আর থাকতে হয়নি মাঠে। মাত্র ১০ মিনিট পার হতে না হতেই মাটিতে লুটিয়ে পড়েন।

sofiane loukar
সোফিয়ান লুকার

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মাঠে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় লুকারকে। কিন্তু হাসপাতাল যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আলজেরিয়ার লিগ টু টুর্নামেন্টে এএসএম ওরান ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল সাইদা। সাইদার হয়ে খেলতে নেমেছিলেন ২৮ বছর বয়সী সোফিয়ান লুকার, সাইদার অধিনায়ক।

লুকারের মৃত্যুর খবর আসার পর শোকে কান্নায় ভেঙে পড়েন দুই দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। এবং সেই ম্যাচ বাতিল হয়ে যায়।

প্রসঙ্গত, ২০০৪ সালে কিছুটা এমনই ঘটেছিল ফুটবল দুনিয়ায়। ফেডারেশন কাপের ফাইনালে মোহনবাগান গোলকিপার সুব্রত পালের সঙ্গে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছিল ডেম্পোর ব্রাজিলীয় ফুটবলারের। সেদিনও স্তম্ভিত হয়ে গিয়েছিল ভারতীয় ফুটবল। আজ সেই স্মৃতিই ভেসে উঠল আলজেরিয়ায়।

আরও পড়ুনঃ সৌরভ বনাম কোহলির পরস্পর বিরোধী কথার লড়াই নিয়ে বিরক্ত প্রকাশ প্রাক্তন জাতীয় নির্বাচকের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here