‘শ্রীময়ী’র হাত ধরে টেলিভিশনে ফিরলেন সোহেল দত্ত

0
563

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

new actor in tele show | newsfront.co

শ্রীময়ীর জীবনটা আজ অনেকটাই পাল্টে গেছে। আর এই পাল্টে যাওয়া সময়ে কেউ তার হাত ধরেছে, কেউ বা সঙ্গ ছেড়েছে। শ্রীময়ীর এই পাল্টে যাওয়া সময়ে বাস্তবেও ধারাবাহিকটি নিয়ে নানা যুক্তি-তর্ক ও চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। অপারেশন টেবিলে চড়া মেক আপ হোক বা ভাষার অপপ্রয়োগ, সমালোচনাকারীরা সমালোচনা করার পরও তারিয়ে তারিয়ে উপভোগ করে ধারাবাহিক ‘শ্রীময়ী’।

actor | newsfront.co
শৈবাল ব্যানার্জির সঙ্গে সোহেল

বেশ অনেকদিন হল একই চরিত্রদের নিয়ে এগোচ্ছে গল্প। এবার একটু স্বাদবদল। ধারাবাহিকে এসেছে নতুন চরিত্র। নাম সর্বজিত। সে রোহিত সেনের ভাগ্নে। এই চরিত্রে অভিনয় করছেন সোহেল দত্ত। সোহেল বেশ কিছুদিনের ব্রেক কাটিয়ে ফিরলেন ছোটপর্দায়।

আরও পড়ুনঃ লিলির গানে মুগ্ধ ‘সড়ক -২’ খ্যাত সমিধ-ঊর্ভী

new actor | newsfront.co

শিশু শিল্পী হিসেবে ছোটপর্দাতেই শুরু হয়েছিল অভিনয়ের যাত্রাপথ। এরপর বড় পর্দাতেও কাজ করেছেন সোহেল। রাজীব বিশ্বাস পরিচালিত, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি ‘ক্লাসরুম’-এ অভিনয় করেছেন সোহেল। এরপর একে একে মোহনা, বিন্নি ধানের খই, তারে আমি চোখে দেখিনি ধারাবাহিকেও অভিনয় করেছেন এই অভিনেতা৷ তারপর বেশ কিছুদিনের ব্রেক কাটিয়ে ফের ফিরলেন ছোটপর্দায়।

teleshow | newsfront.co

আরও পড়ুনঃ হোম আইসোলেশনে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী

ছোটপর্দার প্রতি সোহেলের টান অপার। তবে, বড় পর্দাতেও ভাল চরিত্রের অফার পেলে করবেন তিনি সানন্দে৷
সোহেলের কাছে জানতে চাই, বড় পর্দায় খুব বড় কাজের অফার পেলে ছোট পর্দা ছেড়ে দেবেন? সোহেলের উত্তর- “না। ম্যানেজ করব চলব দু’দিক।

সিরিয়াল করা ছাড়ব না।লীনা দি’র সঙ্গে আমি আগেও কাজ করেছি। লীনা দি আর শৈবাল দা’কে আমি কখনও কোনওকিছুতে ‘না’ বলতে পারব না। প্রয়োজনে ছুটি নিয়ে বড় পর্দার জন্য কাজ করব। ছেড়ে দিয়ে নয়।”
‘শ্রীময়ী’র গল্পে বাঁক আসতে চলেছে তা বোঝা যাচ্ছে। তবে, কি দিঠির সঙ্গে কোনও সূত্রে সর্বজিতকে বেঁধেছেন লীনা গঙ্গোপাধ্যায়? উত্তর দেবে সময়।

‘শ্রীময়ী’ দেখুন প্রতিদিন সন্ধে ৭ টায়, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here