উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
দুহাজার একুশের বিধানসভা নির্বাচনের আঁচ এবার এসে পড়ল টালিগঞ্জের সিনেমা পাড়াতেও। সিনেমার কলাকুশলী থেকে নায়ক নায়িকারাও এবার উঠে পড়ছেন রাজনীতির নৌকায় । অন্যতম নায়ক রুদ্রনীল ঘোষ বিজেপিতে যোগদান করে টালিগঞ্জ সিনেমা পাড়ায় মাফিয়ার দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিলেন।
তা ছাড়বে কেন অন্য নৌকার সওয়ারি সোহম চক্রবর্তীও । দুহাজার ষোল সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়ে হেরে যান। এবারে ফের দাঁড়াবেন না , তার কোনো গ্যারান্টি নেই। তিনিও যে রুদ্রনীলের এই মন্তব্যে চুপ থাকবেন, পাল্টা দেবেন না; তা হয় নাকি! টলিউডে জমে উঠল রাজনীতির বাকযুদ্ধ ।রুদ্রনীলের পাল্টা প্রতিক্রিয়া দিয়ে অভিনেতা সোহম চক্রবর্তী জানালেন,’বিরোধী দলে নাম লিখিয়ে সবটাই এই দলের খারাপ, ইন্ডস্ট্রির সব খারাপ, এটা হতে পারে না।
এতদিন কেন প্রতিবাদ করেননি? বাংলায় মাফিয়ারাজ চলে না। এই ইন্ডাস্ট্রি ছোট। যদি এমন কিছু ঘটত, তাহলে অনেকেই এ বিষয়ে মুখ খুলতেন। শুধু তাই নয়, রুদ্রনীল যে দলে যোগ দিয়েছেন, তাদের চেয়ে বড় মাফিয়া খুব কমই আছে। দেশবাসী এমন মাফিয়া রাজনৈতিক দল এর আগে কখনও দেখেনি।’ ‘টলিউডে মাফিয়ারাজ চলছে’ বলে রুদ্রনীল ঘোষ যে অভিযোগ করেন, এভাবেই তার পাল্টা জবাব দিলেন তিনি।
আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি দিব্যাঙ্গ ভোটাররা
অভিনেতা সোহম চক্রবর্তী আরও বলেন, ‘বর্তমানে সমাজের উপর বা দেশবাসীর উপর যা চলছে, সবাই তা দেখেছেন। সেই কারণে সায়নী ঘোষ বা দেবলীনা দত্তরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রকাশ্যে ধর্ষণ এবং খুনের হুুমকি দেওয়া হচ্ছে।’ মফিয়ারাজ কে বা কারা করছে, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার আগেই তা স্পষ্ট বলে ফুঁসে ওঠেন সোহম। পাশাপাশি তিনি আরও বলেন, এতদিন ইন্ডাস্ট্রিতে কোনও ভেদাভেদ বা রাজনৈতিক রং ছিল না কিন্তু বিজেপি অত্যাচারের ভঙ্গিতে বাংলাকে দখল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এই নায়ক অভিনেতা।
এই নায়ক অভিনেতার কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রত্যেক শিল্পীকে যে সম্মান দিয়েছেন, তা আগে কখনও কেউ দেয়নি। নেত্রী যাঁদের দায়িত্ব দিয়েছেন, তাঁরা সমাজের গন্যমান্য ব্যক্তিত্ব। যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা দেখছেন কীভাবে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই এই ধরণের কথা কেন বলছেন রুদ্রনীল, তা নিয়ে প্রশ্ন তোলেন সোহম চক্রবর্তী।
পাশাপাশি স্বজনপোষণ নিয়ে কী বলতে চাইছেন রুদ্রনীল ঘোষ, নাম নিয়ে বলুন। এভাবে উপর উপর বলে লাভ নেই। ইন্ডাস্ট্রির বিষয়ে এমন অভিযোগ থাকলে, এতদিন কেন বলেননি? এতদিন কীভাবে সহ্য করলেন? ক্ষমতা ভোগ করা শেষ হয়ে গিয়েছে। এখন অন্য তরফে বেশি ক্ষমতা পেলেন বলেই সুর পাল্টে কথা বলছেন বলেও কটাক্ষ করেন সোহম।
আরও পড়ুনঃ লক্ষ্য বঙ্গ দখল, ঘণ্টায় ৫০ লক্ষ মেসেজ ছড়ানোর নির্দেশ শাহের
প্রসঙ্গত ‘টলিউডে মাফিয়ারাজ চলছে। এখানে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল ওঁরাই মাফিয়ারাজ তৈরি করে ফেলেছেন ‘ বলে সরব হন অভিনেতা রুদ্রনীল ঘোষ। বিজেপিতে যোগ দেওয়ার পর রুদ্রনীল অভিযোগ করেন, ‘একের পর এক প্রযোজক পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছেন। প্রযোজক টলিউডের দায়িত্বে থাকা শাসকদলের লোকজনদের নিয়ে ফের সরব হলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই অভিনেতার কথায়,’টলিউডে মাফিয়ারাজ চলছে। এখানে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল ওঁরাই মাফিয়ারাজ তৈরি করে ফেলেছেন।’
রুদ্রনীলের কথা ”একের পর এক প্রযোজক পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছেন। প্রযোজকদের মাথায় বন্দুক ঠেকিয়ে যত কলাকুশলী দরকার তার চেয়ে দ্বিগুন লোক নিতে বলা হচ্ছে। অতিরিক্ত লোকজন বসে বসে টাকা নিচ্ছে। তাই অনেকের মনে অসন্তোষ তৈরি হচ্ছে। যাদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যেই চিত্রটা প্রকাশ হয়ে যাবে। ওঁরাই টলিউডের সিস্টেমের বিরুদ্ধে সরব হবেন।
ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী টলিউড পরিচালনা করার জন্য ভালো উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু যাঁদের দায়িত্ব দিয়ে এখানে বসালেন ওঁরাই নিজেদের আধিপত্য বজায় রেখে জোরজুলুম ও স্বজনপোষণ চালু করলেন। অনেকেই হয়ত এদের দলে থাকতে চাইছেন কিন্তু নিজেদের বিবেককে একবার প্রশ্ন করা উচিত।বিজেপিতে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার প্রথম হাওড়ায় বিজেপি সদরের দলীয় কার্যালয়ে আসেন হাওড়ার ভূমিপুত্র রুদ্রনীল ঘোষ। শিবপুর বিধানসভা কেন্দ্রে জগাছা এলাকায় তার জন্ম ও বেড়ে ওঠা।
আরও পড়ুনঃ রাজ্যসভা থেকে ইস্তফা দীনেশ ত্রিবেদীর
স্কুল ও কলেজে হাওড়ায় পড়াশোনা তাঁর। হাওড়ার প্রতি আলাদা টান আছে বলে জানান রুদ্রনীল। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে যে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী হয়ে লড়বেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেন, কে কোথায় ভোটে লড়বে এটা দলীয় সিদ্ধান্ত। তবে হাওড়ার কাজ করতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরিষেবা না পাওয়ার যে অভিযোগ করেছেন শহরের মানুষ সেটা সত্যি বলে দাবি করেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। বিজেপি এবার ক্ষমতায় আসছে বলে দাবি করেন রুদ্রনীল। বলেন, আগামীদিনে এরাজ্যের বিভিন্ন জায়গার মতো হাওড়ার মানুষের জীবনেও সুদিন আসবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584