নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ডুয়ার্সে বনবস্তি এলাকায় হাতি হানার ঘটনা কম করতে, বনবস্তি বাসিন্দাদের বুনো হাতির তাণ্ডব থেকে রক্ষা করতে উদ্যোগ গ্ৰহণ করলো বনদপ্তর।
বনদপ্তরে কোদালবস্তি রেঞ্জের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার পশ্চিম সাঁতালি ও মধ্য সাঁতালি বনবস্তি এলাকায় যেখানে হাতির হানা বেশি পরিমাণে হয় সেই সমস্ত জায়গা চিহ্নিত করে সেখানে সোলার পথবাতি বসানো হয়েছে।এই সোলার পথ বাতি বসানো ফলে এই সমস্ত এলাকায় হাতি হানা পরিমাণ আগের থেকে অনেকটাই কমেছে।
এই বিষয়ে কোদালবস্তি রেঞ্জার ধীরাজ কামি জানান, ” আমাদের লক্ষ্য বন ও বন্যপ্রাণ রক্ষা করা পাশাপাশি বনবস্তি বাসিন্দাদের সুরক্ষা প্রদান করা।জঙ্গল সংলগ্ন বনবস্তি এলাকায় হাতি আসবেই এটা স্বাভাবিক এটা একবারে থামানো সম্ভব না।
আরও পড়ুনঃ হানা দিয়ে টিভি আসবাব ভাঙল হাতি
কিন্তু হাতির হানার পরিমাণ কমানো যায় সেই উদ্দেশ্য যৌথ বন সুরক্ষা কমিটির সাথে বৈঠক করা হয় এবং সেই বৈঠকে উঠে আসে কোথায় কোথায় সোলার পথবাতি বসাতে হবে এখন অবধি মধ্য সাঁতালি,পশ্চিম সাঁতালি এলাকায় আটটি সোলার পথবাতি বসানো হয়েছে,আরো বসানোর পরিকল্পনা আছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584