খুলবে জিম, ছাড় কোভিড বিধি মেনে সিনেমা-ধারাবাহিকের শুটিংয়েও ; নয়া নির্দেশিকা নবান্নের

0
54

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সোমবারের সন্ধ্যায় আরো বেশ কিছু করোনা বিধি নিষেধে মিললো ছাড়। নবান্নের তরফে এক নির্দেশিকা জারি করে তিনটি ক্ষেত্রে কোভিড বিধি শিথিল করার কথা ঘোষণা করলো রাজ্য সরকার। নির্দেশিকায় জিম খোলার ক্ষেত্রে, সিনেমা -ধারাবাহিকের শুটিং ও যাত্রার ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

GYM

নয়া নির্দেশিকা অনুযায়ী, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে জিম তবে তা রাত ৯টা পর্যন্ত। তবে জিমের কর্মী ও গ্রাহক যাঁদের টিকার দুটি ডোজই সম্পন্ন হয়ে গিয়েছে তাঁরাই যেতে পারবেন জিমে। এ ছাড়াও সঙ্গে রাখতে হবে RT-PCR পরীক্ষার রিপোর্ট। জিমের গ্রাহকদের মধ্যে এনিয়ে ছড়িয়েছে বিভ্রান্তি। তাঁদের প্রশ্ন তবে কি প্রতিদিন করোনা পরীক্ষা করাতে হবে?

সিনেমা এবং ধারাবাহিকের আউটডোর শুটিংয়েও মিলেছে ছাড় তবে মানতে হবে কোভিড বিধি। যাত্রার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোভিডবিধি মাথায় রেখে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা মাঠে যাত্রানুষ্ঠান চলতে পারে রাত ৯টা পর্যন্ত।

আরও পড়ুনঃ করোনা আবহে স্কুল বন্ধ রাখা অযৌক্তিক, মত বিশ্ব ব্যাঙ্কের গ্লোবাল এডুকেশন ডিরেক্টরের

অডিটোরিয়ামের ভিতর যাত্রার আয়োজন হলে সর্বোচ্চ ২০০ জন দর্শক অথবা অডিটোরিয়ামের মোট দর্শক ধারণ ক্ষমতার ৫০ শতাংশ, যেটি কম হবে ততজন দর্শক নিয়ে হতে পারবে যাত্রার অনুষ্ঠান। কলকাতা বইমেলা শুরু হচ্ছে ২৮ জানুয়ারি, কোভিড বিধি মেনে করা যাবে মেলা, পরতে হবে মাস্ক, সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here