সঙ্কটজনক সোমেন মিত্র, ৪৮ ঘন্টা পর্যবেক্ষণের সিদ্ধান্ত

0
222

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। করোনার উপসর্গ না থাকলেও ক্রিয়েটিনিন লেভেল বেড়ে থাকায় এমনিতেই বেশ কিছুদিন ধরে ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা তাঁকে ৪৮ ঘন্টা বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

Somen Mitra | newsfront.co
ফাইল চিত্র

প্রসঙ্গত, গত ২১ জুলাই রাতে সোমেন মিত্রকে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই আইসিইউতে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, সোমেনবাবুর দুটি কিডনিই কাজ করছে না। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম, হৃদগতিও ধীর। সঙ্গে রয়েছে জ্বর ও শ্বাসকষ্ট। যদিও বার বার করোনা পরীক্ষা করা হলেও পজিটিভ আসেনি। এই পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ দক্ষিণ কলকাতায় রাজনৈতিক নক্ষত্র পতন! সুব্রতর বদলে চেয়ারম্যান দায়িত্বে মণীশ

সোমেনবাবুর ছেলে রোহিত মিত্র জানিয়েছেন, গত মঙ্গলবার বাবার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাওয়ায় স্থানীয় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু এখন আবার চিন্তা বেড়ে গিয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here