মোহনা বিশ্বাস, কলকাতাঃ
মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে ছ’বছর পর ফের তৃণমূলে ফিরলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র। রবিবার দুপুরে তৃণমূল সাংসদ মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চৌরঙ্গির তৃণমূল পার্টি অফিসে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন শিখা মিত্র।
এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার খোঁজ নিয়েছেন, এতে আমি আপ্লুত। আমি কোনওদিন তৃণমূল ছাড়িনি।” সংবাদমাধ্যমের সামনে ঘর ‘ওয়াপসি’ শিখা মিত্র বলেন, কখনও আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসেননি তিনি। মাঝে ছ’বছর দলের সঙ্গে মতানৈক্যের জেরে দূরত্ব বেড়েছিল। তবে এখন সেই মতানৈক্য মিটে গেছে।
শিখা মিত্রকে তৃণমূলের ‘বঙ্গ জননী বাহিনী’র গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হবে বলে খবর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মহিলাদের জন্য তৈরি বাহিনীতে শিখাদেবীর গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে। তাই এহেন সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584