নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সারা বিশ্ব জুড়ে এত রকমের অশান্তি, মারামারি, হানাহানির খবর যখন আসতে থাকে আমরা অনেকেই ভাবি যে মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে মানবিকতা, হারিয়ে যাচ্ছে স্বাভাবিক অনুভূতি। কিন্তু তারপরেই এমন কিছু কিছু ঘটনা দেখা যায় যা থেকে মনে হয় , না! কিছুই পাল্টে যায়নি, হারিয়ে যায়নি মানবিক অনুভূতি।
দিন কয়েক আগে এমনই এক ঘটনা ঘটলো সুদূর অস্ট্রেলিয়ায়। একজন একলা বৃদ্ধ মানুষ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন, সেদিন আর রান্নাবান্না করে খাওয়ার মত শারীরিক ক্ষমতা না থাকায় স্থির করেন রাতের খাবার রেস্তরাঁতে অর্ডার করেই আনিয়ে নেবেন বাড়িতে, কিন্তু তাতেও ঘটলো বিপত্তি।
অসুস্থতার কারণে সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েন তিনি আর ঘুম যখন ভাঙ্গলো তখন রেস্তোরাঁ বন্ধ হতে বাকি আর মাত্র ১৪ মিনিট। কি আর করা! তড়িঘড়ি খাবার অর্ডার করলেন সাথে রেস্তোরাঁর উদ্দেশ্যে একটি ছোট্ট মেসেজ। তাতে লেখা ছিল, ”আমি জানি আপনাদের রেস্তোরাঁ বন্ধ হওয়ার সময় হয়েছে কিন্তু আমি এতই অসুস্থ যে ঘুমিয়ে পড়ায়, সময়মত খাবার অর্ডার করতে পারিনি। দয়া করে অর্ডারটি ক্যান্সেল করবেন না।“
রেস্তোরাঁর মালিক অর্ডার-এর সঙ্গে মেসেজটি দেখে অভিভূত হয়ে যান। নতুন করে খাবার তৈরি করে বৃদ্ধের পছন্দমত খাবার তাঁর ঠিকানায় পাঠিয়ে দেন সঙ্গে রেস্তোরাঁর পক্ষ থেকে একটি গারলিক ব্রেড এবং একটি ছোট নোট। তাতে লেখা, “সুন্দর মেসেজটির জন্য ধন্যবাদ। দেরিতে অর্ডার করার জন্য মোটেই চিন্তা করবেন না আমরা কিছুই মনে করিনি। একটি গারলিক ব্রেড পাঠালাম তবে তার জন্য কোন দাম দিতে হবে না আপনাকে, হয়ত আপনার একটু ভালো লাগবে।“
আরও পড়ুনঃ এয়ারটেল, ভোডাফোনের পথে হেঁটে প্রিপেড রিচার্জের দাম বাড়াচ্ছে মুকেশ আম্বানির জিও
রেস্তোরাঁর মালিক এই ঘটনাটি তুলে ধরেন এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অন্যদিকে বৃদ্ধও অভিভূত রেস্তোরাঁর ব্যবহারে, রেস্তোরাঁর রিভিউতে এই ঘটনা তুলে ধরেন তিনিও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584