ওয়েব ডেস্ক, আগ্রাঃ
ছেলেকে দড়ি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্মমভাবে মারল বাবা। এরপরই ছেলেকে বেদম প্রহারের অভিযোগে গ্রেপ্তার হয় বাবা। গত শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। মারধরের ভিডিও ওই ফুটেজটি ভাইরাল হয়।
৫২ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজটি দেখেই ওই অত্যাচারী বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। ভিডিওটিতে দেখা গিয়েছে, শিশুপুত্রকে জানলা থেকে উল্টো করে ঝুলিয়ে লাঠি দিয়ে নির্মমভাবে মেরে যাচ্ছে অভিযুক্ত বাবা। আর প্রাণভয়ে চিৎকার করে কেঁদে চলেছে সেই অসহায় শিশু।
A video is going viral on social media showing a father beating his son by hanging him upside down. The incident took place in Maveli village of Jagner area of Agra. The person, a labourer, has three children. Action will be taken against him: Agra SP (Rural) Ravi Kumar pic.twitter.com/TttoGq3umB
— ANI UP (@ANINewsUP) August 8, 2020
উল্লেখযোগ্য বিষয় হল ঘটনার সময় সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু কেউ সেভাবে মুখ খোলেননি। নিষ্পাপ শিশুর উপর তার বাবা কীভাবে অত্যাচার করছে, সেই দৃশ্য নীরব দর্শকের মতো দেখছিলেন বেশিরভাগ মানুষ। দু’একজন হাল্কা সুরে বলেন, ‘ওতো বাচ্চা। ওকে ছেড়ে দাও।’ কিন্তু বাবার কানে সেই কথা পৌঁছায়নি।
আরও পড়ুনঃ প্রেম নিবেদন করতে গিয়ে পুড়ল প্রেমিকের ঘর
স্থানীয় পুলিশ অফিসার রবি কুমার জানিয়েছেন, এই নির্মম ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যে ছ’টার পর। তার তিন-চারদিন আগে ওই ব্যক্তির স্ত্রী ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। ভিডিওটিতে যে শিশুটিকে দেখা গিয়েছে সে তার বড় ছেলে। অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584