সম্পত্তি না দেওয়ার বৃদ্ধ মা বাবাকে কুড়ুলের আঘাত ছেলের

0
148

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

son hit the parents for property
আক্রান্ত বৃদ্ধ মা বাবা।নিজস্ব চিত্র

সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা মাকে কুড়ুল দিয়ে কোপালো ছোটো ছেলে।গুরুতর আহত বৃদ্ধ দম্পতি।সম্পত্তি লিখে না দেওয়ায় রাগে বাবা মাকে এমন পৈশাচিক আঘাত করে ছোটো ছেলে ।ছেলের কুড়ুলের ঘায়ে গুরুতর আহত বৃদ্ধ দম্পতি বর্তমানে চিকিৎসাধীন।

son hit the parents for property
নিজস্ব চিত্র
son hit the parents for property
নিজস্ব চিত্র
son hit the parents for property
আনন্দ দাস,আক্রান্তের অপর সন্তান।নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে,ক্যানিং থানার গোলাবাড়ি এলাকায়।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের তিনজন।আহতের মধ্যে রয়েছেন বৃদ্ধ বাবা নিতাই দাস (৭২) ও মা মঙ্গলী দাস(৬৩) এবং তাদের বড় ছেলে।পরিবার সূত্রে,পৈতৃক সম্পত্তির একটি দোকান লিখিয়ে নেওয়ার জন্যে বাবাকে বারবার চাপ দিতে থাকে ছোটো ছেলে।

আরও পড়ুনঃ ব্লেডের আঘাতে ক্ষত বিক্ষত গৃহবধূ,গ্রেফতার প্রতিবেশী

এরপর দোকান দিতে অস্বীকার করায় কুড়ুল দিয়ে বাবা মা কে কোপাতে থাকে ছোটো ছেলে । গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধ দম্পতিকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।বর্তমানে ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন ঐ দম্পতি।এবিষয়ে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ করবে বলে জানান আহতের পরিবার ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here