উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির অন্যান্য রাজ্যের নেতারা বাংলায় দলের সাংগঠনিক কাজে এলেই তাদের বহিরাগত তকমা দেওয়া হচ্ছে।

যার ফলে বিজেপির বাংলা সফর নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ কেন্দ্রীয় অনেক নেতাকে রাজ্যের শাসক দল বহিরাগত বলে তকমা দিয়েছে৷ এবিষয়ে বিজেপি বারবার অভিযোগ করে আসছে। তৃণমূলের বহিরাগত তত্ত্ব নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন,’তৃণমূল, কালীঘাটের বাইরের লোক এলেই তাদের বহিরাগত বলে। কারণ ওরা কালীঘাটটাই ঘর মনে করে।
আরও পড়ুনঃ সঙ্কটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
এক দেশ হলেও অন্য রাজ্যের লোক এলেই এমন মনোভাব পোষণ করে তৃণমূল। আসলে ওরা বিচ্ছন্নবাদী মনোভাব নিয়ে চলে। আমাদের দল সারা ভারত জুড়ে। ওরা ভয় পেয়েই বিজেপিকে ঠেকাতে চাইছে।’ কিন্তু বিজেপি সূত্রে জানা গেছে, যাকে ওরা বহিরাগত বলছেন, সেই জেপি নাড্ডা হলেন বাংলার জামাই৷ তবে তিনি হিমাচলের বাসিন্দা৷
জানা গিয়েছে, জেপি নাড্ডার স্ত্রীর নাম মল্লিকা নাড্ডা৷ মল্লিকা হলেন বাঙালি ব্রাহ্মণ পরিবারের মেয়ে৷ তার বাবার নাম সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায়৷ মায়ের নাম জয়শ্রী বন্দ্যোপাধ্যায়৷ যদিও চাকরি সূত্রে মল্লিকাদেবীর বাবা-মা মধ্যপ্রদেশের জবলপুরে থাকতেন৷ সেখানেই মল্লিকাদেবীর জন্ম হয়৷ তারপর ১৯৯১ সালের ১১ ডিসেম্বর হিমাচলের বাসিন্দা জেপি নাড্ডার সঙ্গে তার বিয়ে হয়৷
আরও পড়ুনঃ ‘চাড্ডা’-র সমালোচনায় মুখর বিমান, এত গাত্রদাহ কেন প্রতিক্রিয়া তৃণমূলের
জেপি নাড্ডা বর্তমানে বিজেপির ১১ তম সর্বভারতীয় সভাপতি৷ তিনি ২০১৯ এর জুন থেকে ২০২০ সালের জানুয়ারী পর্যন্ত বিজেপির কার্যনির্বাহী সভাপতি ছিলেন৷ এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলা সফরে এসে শাসক দল তৃণমূলকে কাঠ গড়ায় তুলেছেন৷
১০ ডিসেম্বর বৃহস্পতিবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ডায়মন্ড হারবারে যাচ্ছিলেন তিনি৷ তার সঙ্গেই অন্য গাড়িতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ, কৈলাীশ বিজয়বর্গীয়, অনুপম হাজরা এবং মুকুল রায়৷ দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে কনভয় পৌঁছোতেই রাস্তার দুধার থেকে ইঁটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। জেপি নাড্ডার গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। এরই মধ্যে পরপর গাড়ির কাচেঁ ধেয়ে আসে ইঁট, কাঁচের বোতল।
আরও পড়ুনঃ তিনি রাষ্ট্রপতি হওয়ার পরই রাজনৈতিক দিশা হারিয়েছে কংগ্রেস- লিখেছেন প্রণব মুখার্জী
একের পর এক গাড়িতে বেপরোয়াভাবে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। কাঁচের বোতলের টুকরো লেগে জখম হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। চোট পেয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়ও। যদিও রাজ্যের পুলিশের তরফে এদিন জেপি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ নস্মাৎ করা হয়েছে৷
টুইটে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে লেখা হয়েছে, ‘বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডা দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ভেন্যুতে নিরাপদে পৌঁছেছেন।
আরও পড়ুনঃ জিও সিমকার্ড বয়কটের আহ্বান আন্দোলনরত কৃষকদের
তার কনভয়ে কিছুই হয়নি। দেবীপুরে কয়েকজন পথচারী হঠাৎ তার কনভয়ের পিছনে দীর্ঘ যানবাহনের দিকে পাথর ছোঁড়ে৷ প্রত্যেকে নিরাপদ এবং পরিস্থিতি শান্তিপূর্ণ।
প্রকৃত ঘটনা জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ আসলে তৃণমূল নেতৃত্ব তার সমর্থকদের বোঝাতে অক্ষম হয়েছে নাড্ডাজী বাইরের লোক নন, বাংলার জামাই। বাংলার মানুষ জামাইদের সঙ্গে এরকম ব্যবহার করে না। বিজেপি সূত্রে এরকমই অভিযোগ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584