নেশার টাকা না পেয়ে মাকে খুন

0
98

পিয়ালী দাস,বীরভূমঃ
নেশার টাকা না পেয়ে বৃদ্ধ মাকে কুপিয়ে খুন করলো নেশাগ্রস্ত ছেলে।ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার কাঁচনা গ্রামে।মৃত বৃদ্ধার নাম পদ্মা দাস(৬২)।অভিযুক্ত ছেলের নাম রামকৃষ্ণ দাস।

Son killed mother
নিজস্ব চিত্র

পদ্মা দাসের আত্মীয় অমর দাস জানান,’সোমবার সকালে গ্রামের এক প্রতিবেশী ফোন করে আমাকে জানায় ঘটনার কথা।খবর পেয়ে আমি প্রথমে কাঁচনা গ্রামে যাই,সেখানে গিয়ে শুনি উনাকে বাসুদেবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে,স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে জানতে পারি অবস্থার অবনতির জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিউড়ি সদর হাসপাতালে জানতে পারি পদ্মা দাস মারা গেছেন।’
গ্রামবাসীদের দাবি পদ্মা দাসের পরিবারে মা ও ছেলে ছাড়া আর কেউ সদস্য ছিল না।দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ নেশা করত। হামেশাই নেশার টাকা না পেয়ে বৃদ্ধ মায়ের সঙ্গে ঝামেলা করতো।

আরও পড়ুনঃ নেশার টাকা না পেয়ে দিদিকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

এমনকি মারধর করতো।তবে শেষ পরিণতি যে এরকম হবে তা কেউ কখনোই ভাবেনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ,সেখান থেকে অভিযুক্ত রামকৃষ্ণকে গ্রেফতার করে নিয়ে আসে ময়ূরেশ্বর থানায়।তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here