শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
যুবকের তৎপরতায় দীর্ঘ আট মাস পর মায়ের কোলে ফিরল মানসিক প্রতিবন্ধী কিশোর।
রাজা নামে বালুরঘাটের এক মানসিক প্রতিবন্ধী কিশোর গত দুর্গা পুজোর সময় হারিয়ে যায়।পরিচারিকা মায়ের সন্তান রাজাকে অনেক খুঁজে পাওয়া না যাওয়ায় সকলেই আশা ছেড়ে দিয়েছিল।আজ ফারাক্কাতে নিজস্ব কাজে গিয়ে বালুরঘাটের কবিতীর্থ পাড়ার যুবক সুরজিত সাহা, ফারাক্কা টাউনশিপ এলাকায় রাজাকে খুঁজে পান এর পর তিনি নিজে না এলেও সিউরি থেকে বালুরঘাটগামী একটি সরকারি বাসের কর্মী গোলাম মোস্তফার সহায়তায় রাজাকে বালুরঘাট ফিরিয়ে আনতে সমর্থ হন।
আরও পড়ুনঃ খড়্গপুরে গাঁজা সহ ধৃত ২
দীর্ঘ আটমাস পর ছেলেকে ফিরে পেয়ে খুশি রাজার মা। পবিত্র রমজান মাসে রোজার মধ্যে একটি সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে খুশি সরকারি বাসের কর্মী গোলাম মোস্তফাও খুশি।আর সুরজিত বাবু সবার অলক্ষ্যে থেকে নিজের কাজটা করে দিয়ে বড় মনের মানুষেরা বুঝি এমনই হয় অলক্ষ্যে থেকে নিজের কাজ করে বেড়িয়ে যান। সুরজিত বাবুর মত মানুষরা আছে বলেই পৃথিবীটা এখন শেষ হয়ে যায়নি,মত স্থানীয় মানুষের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584