তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
রবিবার মায়ের হয়ে নির্বাচনী প্রচারে নামলেন প্রিয়রঞ্জন দাশমুন্সির ছেলে প্রিয়দীপ ওরফে মিছিল।এ দিন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের চাকুলিয়ায় তাঁর মা দীপার সমর্থনে আয়োজিত কংগ্রেসের এক জন সভায় ভাষণ দিয়ে প্রিয়দীপ ওরফে মিছিল ঝড় তুললো।
হিন্দিতে তার ভাষণে একমাত্র টার্গেট ছিল বিজেপি ও মোদী। বিদেশ থেকে কালো টাকা উদ্ধার, রাফাল দুর্নীতি, নোটবন্দি-সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করেন প্রিয়দীপ।
সভায় মায়ের জন্য ভোট চাইতে গিয়ে প্রিয়দীপ বলেন, ‘পাঁচ বছরে মোদী সরকার না-কালো টাকা নিয়ে এসেছে, না-কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।বরং রাফালের নামে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ভরেছেন মোদীজি।কৃষকদের আত্মহত্যা বেড়েছে।দেশকে রক্ষা করতে ফের একবার কংগ্রেসকে ভোট দিয়ে জয়ী করুন।’জয়যুক্ত করুণ তার মাকে এবং প্রয়াত বাবা প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্বপ্নের কাজগুলি যাতে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে তার মা জয়ী হয়ে করতে পারে তার আবেদন জানায়।
আরও পড়ুনঃ কোচবিহারের সভা থেকে মোদীকে হুঁশিয়ারি মমতার, বেঁচে থাকলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব
জনসভায় দীপা দাসমুন্সী ছাড়াও বক্তব্য রাখেন বিধান সভার বিরোধী দল নেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নান।প্রিয়দীপের ভাষণ শোনবার জন্য প্রচুর মানুষ জনসভায় আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584