নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ছেলের বয়স ১৮ পেরিয়ে যাওয়া মানেই বাবার দায়িত্ব শেষ হয় না ৷ আয় না করা পর্যন্ত দায়িত্ব নিতে হবে বাবাকেই। মঙ্গলবার এক বিবাহবিচ্ছেদের মামলায় এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট।
এক বিবাহবিচ্ছেদের মামলার শুনানিতে হাইকোর্ট জানায়, ছেলের পড়াশোনা এবং অন্যান্য খরচের বোঝা কেবল মায়ের উপর পড়তে পারে না। ছেলের ১৮ বছর বয়স পেরোলেই বাবার বাধ্যবাধকতা শেষ হয় না। যতদিন না ছেলে গ্রাজুয়েট না হয়ে কিছু উপার্জন করছে ততদিন দায়িত্ব নিতে হবে বাবাকেই। হাইকোর্টের ওই রায়ে ছেলের পড়াশুনার খরচ সহ অন্যান্য খরচ চালানোর জন্য ওই মহিলাকে মাসিক ১৫ হাজার টাকা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ যারা ভ্যাকসিন নিতে চান না তারা ভারতে যান অথবা আমেরিকাঃ ফিলিপাইন রাষ্ট্রপতি
ওই মামলা প্রসঙ্গে আদালত আরও জানায়, যেকোনো মায়ের একার পক্ষে সন্তানের যাবতীয় খরচ চালানো একেবারেই অযৌক্তিক। প্রবাসী ওই দম্পতি ১৯৯৭ সালের নভেম্বর মাসে বিয়ে করেছিলেন এবং তাদের দুটি সন্তান আছে ২০১১ সালের নভেম্বর মাসে তাদের ডিভোর্স হয়। পুত্র ও কন্যা যথাক্রমে ২০ এবং ১৮ বছর বয়সী।
আরও পড়ুনঃ সংবাদমাধ্যমের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে ভারতীয়দের: সমীক্ষা
এই মামলা সম্পর্কে বিচারপতি সুব্রমোনিয়াম প্রসাদ সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘ছেলের বয়স ১৮ পেরিয়ে গিয়েছে কিন্তু স্নাতক শেষ হয়নি এবং চাকরিও পায়নি। এই অবস্থায় এক মা’কেই তার ছেলের যাবতীয় খরচ টানতে হত৷ ফ্যামিলি কোর্ট এই সাথে একমত নয়৷ ছেলের প্রতি বাবারও কিছু দায়িত্ব থাকে। মা যদি চাকুরীজীবীও হন তাহলেও কেবলমাত্র মাসিক বেতন যথেষ্ট নয় ছেলের পড়াশুনা ও অন্যান্য খরচ চালানোর জন্য।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584