মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
প্রায় দেড় মাস বন্ধ থাকার পর সোমবার থেকে মদের দোকান খোলার নির্দেশ দেয় কেন্দ্র। এরপরই সমালোচনা শুরু হয় শিল্পী মহলে।
কেন্দ্রের মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্তে খুশি নন অনেকেই। তবে এবার মদ কেনার লাইনে মহিলাদের দাঁড়ানো নিয়ে কটাক্ষ করলেন বলিউড পরিচালক রামগোপাল ভর্মা।
Look who’s in line at the wine shops ..So much for protecting women against drunk men 🙄 pic.twitter.com/ThFLd5vpzd
— Ram Gopal Varma (@RGVzoomin) May 4, 2020
টুইটারের মাধ্যমে তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন, একদিকে মহিলারা মদের দোকানের লাইনে দাঁড়িয়ে, অন্যদিকে তাঁরাই আবার রামগোপালের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলছেন। এই টুইটের জবাবে রামগোপালকে কটাক্ষ করেছেন বলিউড গায়িকা সোনা মহাপাত্র। ৪ মে টুইটারে একটি ছবি পোস্ট করে এই ধরনের মন্তব্য করেন পরিচালক। এরপরই বিতর্কে জড়িয়ে পরেন রামগোপাল ভর্মা।
Dear Mr RGV,time for u to get into the line of people who desperately need a real education.1 that lets u understand why this tweet of yours reeks of sexism & misplaced morality.Women have a right to buy & consume alcohol just like men. No one has a right to be drunk & violent. https://t.co/5AUcTrAJrZ
— ShutUpSona (@sonamohapatra) May 4, 2020
গায়িকা সোনা মহাপাত্র রামগোপালের এহেন চিন্তাভবনাকে মেনে নিতে পারেননি। তিনি রামগোপালের পাল্টা টুইটে বলেন, “প্রিয় আরজিভি। আপনার সময় এসেছে এমন লোকেদের লাইনে দাঁড়ানো যাদের সঠিক শিক্ষার খুবই প্রয়োজন। সেই শিক্ষা যা আপনাকে বোঝাবে যে, আপনার এই টুইটটি কেন যৌনতা এবং দিকভ্রষ্ট নৈতিকতার কথা বলে। ছেলেদের মতোই মদ কেনার ও মদ খাওয়ার অধিকার মহিলাদেরও রয়েছে। তবে কারোর মাতাল বা হিংস্র হওয়ার কোনো অধিকার নেই।”
পরে সোনা মহাপাত্র-র এই টুইটের জবাব দেন রামগোপাল ভর্মা। টুইট করে তিনি বলেন, “আমার মনে হয় আপনি এই টুইটটির উদ্দেশ্যটি বুঝতে পারেননি। আমি বিচার করার কেউ নই। এই টুইটটি আমি এমন নেতাদের জন্য বোঝাতে চেয়েছিলাম, যাঁদের ধারনা, পুরুষরাই একমাত্র মদ পান করে এবং সেই অবস্থায় পুরুষরা মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে।‘’ এই ধরনের কিছু কথা বলার কারণে করোনা আবহের মধ্যেই টুইটারে এদিন বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রামগোপাল ভার্মা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584