শুভশ্রী মৈত্র, কলকাতাঃ
ভোটাধিকারের দাবিতে পথে নামলেন কলকাতার যৌনকর্মীদের সংগঠন ‘দুর্বার’। মূলত তিনটি দাবি জানাচ্ছেন তাঁরা; ভোটাধিকার, চাকরির সুযোগ এবং আর পাঁচজন অন্য পেশার নাগরিকের মতোই সম্মানজনক জীবন। “দীর্ঘ সময় ধরে কলকাতার বাসিন্দা হওয়া সত্বেও আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত। আমাদের ভোটার কার্ডও ইস্যু করা হয় না,” বললেন দুর্বার গোষ্ঠীর সম্পাদক পুতুল সিং।
বাংলায় ভোটের হাওয়া বইছে পুরোদমে। এই সময়ে ভোটাধিকারের দাবিতে সরব হলেন এশিয়ার বৃহত্তম যৌনপল্লী, কলকাতার ‘সোনাগাছি’-র যৌনকর্মীরা। তাঁদের দাবি, ভোটাধিকার নেই..দেওয়া হয় না ভোটার কার্ডও; সাধারণ এই নাগরিক অধিকার থেকে বঞ্চিত তাঁরা।
দুর্বার গোষ্ঠীর সাধারণ সম্পাদক পুতুল সিং-এর প্রশ্ন, “নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের বিভিন্ন স্তরে যোগাযোগ করার পরে, আমাদের মধ্যে কয়েকজনের ভোটার কার্ড তৈরি হয়েছে। কিন্তু বেশিরভাগেরই হয়নি। কেন এই বিভাজন করা হবে?” এমনকি অন্যান্য সরকারি পরিচয় পত্র থেকেও তাঁরা বঞ্চিত, এমনটাই জানালেন পুতুল।
আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচন শুরুর ৭২ ঘন্টা আগে বাইক র্যালি বন্ধের নির্দেশ নির্বাচন কমিশনের
সংবাদ মাধ্যমকে পুতুল জানান, “আমাদের মূল দাবি তিনটি। প্রথম দাবি, দিতে হবে ভোট দেওয়ার অধিকার। দ্বিতীয়ত, আর পাঁচজন অন্য পেশার নাগরিকদের মতোই সম্মানজনক ভাবে বাঁচার অধিকার পেতে চান তাঁরাও। শুধুমাত্র যৌনকর্মী বলে সমাজে নিচু চোখে দেখা হয় তাঁদের। কিন্তু এর পাঁচটা পেশার মত এটাও তাঁদের পেশা। সেখানে কিসের বিভাজন! তৃতীয়ত, কিছুটা পেশার কারণেই বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হতে হয় তাঁদের। চাঁদার নামে দুষ্কৃতীদের অত্যাচার যেন না হয় তাঁদের ওপর তা সুনিশ্চিত করতে হবে।” এই তিন দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584