মহামারির ধাক্কায় অন্য পেশার সন্ধানে সোনাগাছির যৌনকর্মীরা

0
131

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

যৌনকর্মীদের করোনা পরিস্থিতিতে বর্তমানে খরিদ্দার নেই তেমন। যৌনকর্মীদের পরিষেবায় ঝুঁকিও বেশি। তাই অনেক যৌনকর্মীই এই সময়ে পেশা বদলানোর রাস্তায় নামতে চাইছে। এই পরিস্থিতিতে দুবেলা দুটো খেয়ে বাঁচার শেষ সম্বল হারিয়ে ফেলেছে তারা। তাই তারা অর্থ প্রদানকারী সংস্থা ও বাড়িওলার কাছ থেকে ধার নিয়ে ছোটখাট ব্যবসা করে পেট চালাতে চাইছে।

sex workers | newsfront.co
ফাইল চিত্র

কলকাতার সোনাগাছি এশিয়ার বৃহত্তম নিষিদ্ধপল্লি । বেশিরভাগ যৌনকর্মী এখন এই সমস্যায় পড়েছে। একটি অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সংস্থা সমীক্ষা চালায়। সমীক্ষার রিপোর্টে জানা যাচ্ছে, কাজ করতে না পেরে স্রেফ পেট ভরে খাওয়ার জন্য শতকরা চল্লিশ ভাগ অন্য কাজের কথা চিন্তা করছে । সোনাগাছিতে বারো হাজার যৌনকর্মীদের লকডাউনে পুরো রোজগার বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু লকডাউন উঠে গেলেও এখনও তারা তাদের ব্যবসা করতে পারছে না। বিশাখা বসু নামে সোনাগাছির এক যৌনকর্মী বলেন,” লোকাল ট্রেন চালু না হওয়ায় কলকাতার বাইরে থেকে যেমন ব্যবসায়ীরা সোনাগাছিতে আসতে পারছেন না। তেমন মেয়েরাও বাড়ি থেকে কাজে যেতে- আসতে পারছে না।

আরও পড়ুনঃ বৈষ্ণবঘাটায় মৃৎশিল্প কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সব মিলিয়ে খারাপ পরিস্থিতির শিকার মেয়েরা। প্রতিদিন যাতায়াতে পাঁচশো থেকে সাতশো টাকা লেগে যাচ্ছে। রোজগার করব কত?” তারা ছিনতাই করছে কিনা প্রশ্নের জবাবে,বিশাখা বলে, “উল্টোডাঙার ছিনতাই কেসে চারজন ধরা পড়ার ঘটনা বলছেন তো-! ছিনতাই কারী মেয়ে আগেও ছিল এখনও আছে। ওরা ধরা পড়ে গরীব যৌনকর্মীদের ভেক ধরেছে। ওরা বলুক তো, ওরা কোথায় পেশা করে? জানি ওরা উত্তর দিতে পারবে না। যৌনকর্মীরা কখনও ছিনতাইয়ে নেমে পড়ে না। তবে এই সময়ে কাজ কমে গেলেও অন্যকিছু করতে পারবো না। তবে আমরা স্বাস্থ্য সচেতন আছি।”

আরও পড়ুনঃ সাত সকালে কেষ্টপুরে জ্যোতিষীর বাড়িতে আগুন

সোনাগাছিতে দুর্বার মহিলা সমন্বয় কারী সংস্থার সম্পাদিকা কাজল বসু বলেন,” এখন কম কাস্টোমার আসছে বলে রোজগার কম হচ্ছে , ঠিকই । তবে কোনো যৌনকর্মী মহল্লায় ঘর রেখে টাকা ধার নিয়ে অন্য ব্যবসা করতে সমর্থ হবে না। তবে দুর্বার সংগঠন থেকে মেয়েদের অনেকের রেশন কার্ড করে দেওয়া হয়েছে। তারা সরকার থেকে রেশন বিনামূল্যে পাচ্ছে। যাদের রেশন কার্ড নেই তাদের দুর্বার সংগঠন সাত মাস ধরে চাল, ডাল নিত্যপ্রয়োজনীয় জিনিস বিনা পয়সায় দিয়ে আসছে। আরো ছ’মাস এরকম সাহায্য করব আমরা। ততদিনে মনে হয় রোজগার একটু থিতু হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here