চিনা আগ্রাসনের সমালোচনা করলেন সোনম ওয়াংচুক

0
40

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

‘থ্রি-ইডিয়টস’ ছবির র‍্যাঞ্চো কে মনে আছে তো? আমির খান অভিনীত এই চরিত্রটিই ছিল ছবির প্রাণকেন্দ্র। এবার সেই র‍্যাঞ্চো থুড়ি সোনম ওয়াংচুক ইন্দো-চিন সীমান্তে এলএসি বরাবর পিএলএ’র আগ্রাসন নিয়ে মুখ খুললেন। হ্যাঁ, শিক্ষাবিদ তথা ম্যাগসাইসাই পুরস্কারজয়ী এই সোনমের কাহিনী নিয়েই তৈরি হয়েছিল ‘থ্রি-ইডিয়টস’। অর্থাৎ সেই ছবির র‍্যাঞ্চোই বাস্তবের সোনম ওয়াংচুক।

Sonam Wangchuk | newsfront.co
সোনম ওয়াংচুক। ছবিঃ ইউটিউব স্ক্রিনশট

শুক্রবার তিনি চিনা আগ্রাসনের বিষয়ে তীব্র বিরোধীতা করেন। শুধু তাই নয়, চিনা পণ্য বর্জনের ডাকও দিয়েছেন সোনম। এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন সোনম ওয়াংচুক। ভিডিওটিতে বেজিংয়ের সমালোচনায় মুখর হয়েছেন সোনম। তিনি বলেন, “আমি ফোন থেকে টিকটক আর শেয়ার চ্যাটের মতো অ্যাপস আনইনস্টল করে দিয়েছি। আপনারাও সেই পথে হাঁটুন।”

চিনা পণ্য বর্জন করার প্রসঙ্গে তিনি বলেন, “সীমান্তে ভারতীয় সেনা বুলেট দিয়ে আর নাগরিকরা ওয়ালেট দিয়ে জবাব দেবে। আমাদের অবিলম্বে উচিত চিনা পণ্য বর্জন করা। প্রতি বছর ভারত চিনের ৫ লক্ষ কোটি টাকার পণ্য ক্রয় করে। সেই টাকা সামরিক খাতে বরাদ্দ করে চিন। আমরা, ভারতীয়রা সেই পণ্য কেনা বন্ধ করলে, লোকসানের মুখে পড়বে চিনা রফতানি। আর্থিক মন্দার চাপে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনায় রাজি হতে বাধ্য হবে তাঁরা।”

আরও পড়ুনঃ ‘ভাইরাসের থেকে সরকারি উদাসীনতাকেই বেশি ভয়’,পিপিইর অভাবে এইমসের স্বাস্থ্যকর্মীদের ক্ষোভ

সোনমের অভিযোগ, “চিন এমন আগ্রাসন নীতি শুধু ভারত নয়, অন্য পড়শি দেশের সঙ্গেও চালিয়ে গিয়েছে। ভিয়েতনাম, তাইওয়ান আর হংকংয়ের মতো দেশও চিনের উপদ্রবে বিরক্ত।” তিনি আরও বলেন, “অবিলম্বে আমরা চিনা পণ্য বয়কট শুরু করি। কারণ একদিকে আমাদের সৈন্যরা সীমান্তে যুদ্ধ করবে আর চিনের পণ্য কিনে আমরা বেজিংকে আরও শক্তিশালী করে তুলবো, এটা চলতে পারে না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here