নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পরিবেশ সংক্রান্ত খসড়া বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে এক ইংরেজি দৈনিকে বিশেষ নিবন্ধ লিখলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরিবেশ সচেতনতার প্রসঙ্গ টেনে এনে মোদীকে তোপও দাগলেন তিনি।
সংস্কারের নামে বন্ধু ব্যবসায়ীদের জন্য লাল কার্পেট বিছিয়ে পরিবেশ নষ্ট করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনিয়ার এহেন দাবিকে সমর্থন করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। তিনি বলেন, ‘এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট ২০২০’(ইএআই)র খসড়া বিজ্ঞপ্তি এখনই প্রত্যাহারের দাবি করলেন।
এক ইংরেজি দৈনিকের বিশেষ নিবন্ধে সোনিয়া গান্ধী লিখেছেন, ‘প্রকৃতি রক্ষা করে, যদি তাকে রক্ষা করা হয়। বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত ছাড় বা সুযোগ সুবিধার প্রক্রিয়া সংক্রান্ত খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে মোদী সরকার।’
আরও পড়ুনঃ টিকটকের স্বত্ব কিনতে চলেছে রিলায়েন্স(?)
কিন্তু তা নিয়ে সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। প্রথমে দল এবং পরে স্বয়ং কংগ্রস সুপ্রিমো এ বিষয়ে সোচ্চার হয়েছেন। যদিও কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেরকর বিষয়টি নিয়ে অহেতুক রাজনীতি না করার আবেদন করেছেন।
বলছেন, ‘এটা শুধু একটা খসড়া বিজ্ঞপ্তি। মন্ত্রকের কাছে এই বিষয়ে অনেক পরামর্শ ও প্রস্তাব জমা পড়েছে। সেগুলি বিচার করেই চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হবে। তাই এখনই কোনও কোনও নেতা যেভাবে বিতর্ক তৈরির চেষ্টা করছেন, তা একেবারেই কাম্য নয়’। কিন্তু এরপরেও থেমে থাকেনি কংগ্রেস। তাঁরা তাদের প্রতিবাদ এখনও জারি রেখেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584