ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একত্রিত করতে এবার উদ্যোগ নিলেন জাতীয় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। চলতি মাসেই বিরোধী দলগুলির নেতৃত্বদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করতে চলেছেন তিনি।
জানা গিয়েছে, আমন্ত্রিতদের তালিকায় থাকছেন ইউপিএ মন্ত্রীদের পাশাপাশি ইউপিএ মনস্ক নেতা-নেত্রীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছেন সোনিয়া। এছাড়া তিনি আমন্ত্রণ জানাচ্ছেন এনসিপি নেতা শরদ পাওয়ার, শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেকে। সূত্রের খবর বৈঠকে থাকছেন জাতীয় স্তরের এক বাম নেতাও।
আরও পড়ুনঃ হিমাচল প্রদেশের কিন্নরে ফের ধস, বন্ধ উদ্ধারকার্য
২০২৪-এ লোকসভা নির্বাচনে বিজেপি কে পর্যুদস্ত করার উদ্দেশ্যেই বিজেপি বিরোধী সব রাজনৈতিক শক্তিকে একজোট করার লক্ষ্যেই এগোচ্ছে কংগ্রেস এবং সে কারণেই এই নৈশভোজের আয়োজন এমনটাই মনে করা হচ্ছে। নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন আর তার পরেই সোনিয়া গান্ধীর এই নৈশভোজের পরিকল্পনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুনঃ ব্রেকিং: দিল্লিতে তৃণমূলে যোগ দিলেন সাকেত গোখলে
২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠেপড়ে লেগেছেন দেশের সমস্ত বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে নিয়ে এককাট্টা বিজেপি বিরোধী যৌথ শক্তি তৈরি করতে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও একই কথা বলেন তিনি। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী প্রধান মুখ যে মমতা বন্দ্যোপাধ্যায় তা নিঃসন্দেহে বলা যায়। আর বিজেপি বিরোধী দলগুলি যে এখন থেকেই লোকসভার স্ট্র্যাটেজি তৈরিতে মনোনিবেশ করেছে তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584