নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শ্রীমতী সোনিয়া গান্ধী কংগ্রেসের অন্তর্বতী দলীয় সভাপতির পদ থেকে সরে যাচ্ছেন, দলীয় সহকর্মীদের তিনি এই কথা জানিয়েছেন বলে সূত্রের খবর। যদিও কংগ্রেসের দলীয় মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা জানাচ্ছেন, নেতৃত্বে এমন ধরণের কোন পরিবর্তন হচ্ছেনা এই মুহূর্তে।
মনে করা হচ্ছে কংগ্রেসের, ভেতরেই বারে বারে দাবি উঠেছে পূর্ণ সময়ের শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন আছে, এই কারণেই সোনিয়া গান্ধী নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চান। কংগ্রেসের অনেক পরিচিত নেতাই চাইছেন দলের মধ্যে ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্বের সন্ধান করা হোক।
আরও পড়ুনঃ ১৬ নভেম্বর থেকে রাজ্যে শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ
কপিল সিবাল, আনন্দ শর্মা, গুলাম নবী আজাদ, শশী থারুরের মতো ব্যক্তিত্বদের মধ্যে থেকেই এই দাবি এসেছে বহুবার। কংগ্রেস ওয়ার্কিং কমিটির পরবর্তী আলোচনায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনই মনে করছে রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584