সোনিয়ার ডাকা বৈঠকে মধ্যমণি হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকতে পারেন সীতারামও

0
63

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

চলতি বছরের জুলাই মাসে যখন শেষবার বিরোধীদলের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছিলেন সোনিয়া গান্ধী, তখন সেই বৈঠকের মধ্যমণি হতে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার ফের কথা হবে সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে। এবারেও বৈঠকের কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

Sonia Gandhi Mamata Banerjee
সৌজন্যেঃ এনডিটিভি

সূত্রের খবর, এই বৈঠকে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও প্রতিনিধি পাঠানোর আবেদন জানানো হয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে। তবে এই বৈঠকে খোদ সীতারামের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ভার্চুয়াল বৈঠকে অবিজেপী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুনঃ কান্দাহার-হেরাতে ভারতীয় দূতাবাসে তল্লাশি অভিযান তালিবানদের, নিয়ে গেল গোপন নথিও

এরাজ্যে একুশের নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করার পর ২০২৪-এর নির্বাচনে দিল্লি দখল করার লক্ষ্যে তৃণমূল। সেই লক্ষ্য স্থির রেখে এরাজ্যের বাইরেও ক্ষমতা বাড়াতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল। সংসদেও বিজেপি বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছে তৃণমূলকে। বাংলার নির্বাচনে প্রবল পরাক্রমী বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রুখে দিয়েছেন, তা জাতীয় রাজনীতিতে তৃণমূল সুপ্রিমোর গুরুত্বও বাড়ি দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই আজকের বৈঠকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই যে মধ্যমণি হতে চলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক লকারে বাড়ছে খরচ, লাগু হচ্ছে ‘অ্যাক্টস অফ গড’

কংগ্রেস সূত্রের খবর, এদিনের ভার্চুয়াল বৈঠকে সমমনোভাবাপন্ন মোট ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, বিজেপি বিরোধী অন্যতম মুখ আম আদমি পার্টিকে কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হয়নি বলেই সূত্র মারফৎ জানা গিয়েছে। এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছে এনসিপি, আরজেডি, ডিএমকে, শিব সেনা, জেএমএম, জেডি(এস)-সহ মোট ১৮টি দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here