লাগাতার বাড়ছে জ্বালানির দাম, মোদীকে চিঠি সোনিয়ার

0
49

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

করোনাভাইরাসের দাপটে নাজেহাল অবস্থা আমজনতার। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় দেশজুড়ে টানা আড়াই মাস ধরে চলছে লকডাউন। যার কারণে কাজ হারিয়েছেন বহু মানুষ। আর দেশের এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যেও গত কয়েকদিন ধরে লাগাতার বাড়ছে জ্বালানির দাম। ফলে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এই বিষয়টি নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

Sonia Gandhi | newsfront.co
সংবাদ চিত্র

গত সপ্তাহে যেভাবে প্রায় প্রতিদিনই জ্বালানির দাম বেড়েছে তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি চিঠিতে লেখেন যে, করোনা সঙ্কটের সময়েও যেভাবে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তার কোনও যৌক্তিকতাই খুঁজে পাচ্ছেন না তিনি। তিনি আরও বলেন, সরকার দেশের এই কঠিন সময়েও এভাবে দাম বাড়িয়ে প্রায় ২ লাখ ৬০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করার চেষ্টা করছে, তা ঠিক নয়।

আরও পড়ুনঃ নিজেকে খুন করতে সুপারি কিলার! তদন্তে নেমে প্রাথমিক অনুমান পুলিশের

এভাবে অতিরিক্ত বোঝা চাপিয়ে মানুষকে সমস্যায় ফেলা একেবারেই “ন্যায়সঙ্গত নয়”, একথাও বলেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, পেট্রোলের দামের উপরে ২৫৮ শতাংশ এবং ডিজেলের দামের উপরে ৮২০ শতাংশ শুল্ক বৃদ্ধি করে পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্ক থেকে ১৮,০০,০০০ কোটি টাকা উপার্জন করেছে কেন্দ্রীয় সরকার।

দেশের মানুষের এই খারাপ সময়ে লাভের কথা ভাবা বন্ধ করুক সরকার, এমন অনুরোধও করেন কংগ্রেস সভানেত্রী। তাই দেশের এরকম টালমাটাল পরিস্থিতিতে জ্বালানির দাম কমানোর আহ্বান জানিয়েছেন সোনিয়া গান্ধী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here