১৯ টি বিরোধী দলকে নিয়ে ভার্চুয়াল বৈঠক সোনিয়ার, ছিলেন মমতা ও ইয়েচুরি

0
58

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:

ছবি সৌজন্যে:ইন্ডিয়া টুডে

এবার তৃণমূল সহ ১৯টি বিরোধী দলকে একজোট হওয়ার আহ্বান জানালেন জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী,লক্ষ্য ২০২৪। জাতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী শুক্রবার এক ভারচুয়াল মিটিং-এ সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে নিজেদের দলীয় দায়বদ্ধতার ঊর্ধ্বে উঠে সুপরিকল্পিতভাবে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানালেন। তিনি বলেন, সকলের এখন একটাই লক্ষ্য এমন একটা সরকারকে প্রতিষ্ঠা করা যারা স্বাধীনতা আন্দোলনের মূল্যকে বিশ্বাস করে, যারা ভারতের সংবিধানের আদর্শ ও নীতিকে বিশ্বাস করে।

শুক্রবারের ভার্চুয়াল মিটিংয়ে তিনি ১৯টি বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বলেন যে, এটা একটা বড় চ্যালেঞ্জ। জাতির স্বার্থে একজোট হয়ে আমাদের পরিকল্পনামাফিক একজোট হয়ে লড়তে হবে। মূল লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। মোদী সরকারকে হঠাতে এভাবেই দেশজুড়ে বিরোধী শক্তিকে এক হতে আহ্বান জানালেন সোনিয়া।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি নেতা শরদ পাওয়ার, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এবং সিপিআইয়ের ডি রাজা। তবে আম আদমি পার্টিকে এই মিটিংয়ে আমন্ত্রন জানানো হয়নি। বিএসপি মিটিংয়ে হাজির হয়নি। পেগাস্যাস, ভ্যাকসিন সহ কেন্দ্রের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে বিজেপিকে আরও কোণঠাসা করার পরিকল্পনা শুরু হয়েছে এদিনের মিটিং-এ। এছাড়াও এদিন বিরোধীরা জানিয়েছেন, জম্মু কাশ্মীরে সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি তুলবেন তাঁরা এবং যত দ্রুত সম্ভব কাশ্মীরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিও থাকবে তাঁদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here