‘গাঁজা খেয়ে জেল’ আর ‘খুনে বাড়ির আরাম’, দুই কান্ডে বিস্ফোরক স্বরা ভাস্কর থেকে সোনু সুদ

0
134

শুভশ্রী মৈত্র, নিউজ ফ্রন্ট:

একদিকে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িতে পিষে মৃত্যু ৪ কৃষকের, তাঁকে গ্রেপ্তার করেনি পুলিশ। অন্যদিকে মাদক সেবন করে আরিয়ানের জেল। তবে কি হত্যার থেকে বড় অপরাধ নেশা করা? এই নিয়ে এবার মুখ খুললেন প্রতিবাদী অভিনেত্রী স্বরা ভাস্কর, প্রায় একই মন্তব্য সোনু সুদেরও।

 

এর পরেই আরিয়ানের গ্রেপ্তারি নিয়ে টুইট করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। একই সঙ্গে মুখ খুললেন ‘গরীবের মসীহা’ সোনু সুদও। স্বরা চিরকালই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত বলিউডে। বিখ্যাত অ্যাঙ্কর ও অভিনেতা রণবিজয় সিং কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, “আমার ছেলে ঘরেই রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।“ এটি রিটুইট করে স্বরা লিখেছেন “হ্যাঁ, মন্ত্রী-পুত্র যে ইচ্ছাকৃতভাবে ৪জনকে খুন করেছে, যার প্রমাণ ভিডিওতেও ধরা পড়েছে সে বাড়িতে ঠান্ডা ঘরে বসে রয়েছে। আর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গাঁজা সেবন করার জন্য জেল হেফাজত! সত্যিই এই নয়া ভারতে বোধহয় হত্যাকাণ্ডের চেয়েও ধূমপান করা অপেক্ষাকৃত গুরুতর অপরাধ..!”,

 আরিয়ান খানের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদও । টুইটে তিনি লিখেছেন, “আদালত নিজের সময় নেবে-ই। কিন্তু এই কঠিন সময়ে মানসিকতা আর মানুষের মনের ওপর থেকে যেভাবে পর্দা সরে গেল, সেটা সারাজীবন আপনার চারিত্রিক প্রমাণপত্রে লেখা থাকবে। কাল আবার এক নতুন সকাল হবে। কিন্তু নিজের মনের সাহস বজায় রাখো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here