সোনু সুদের বিরুদ্ধে ২০ কোটি টাকা আয়কর ফাঁকির অভিযোগ, বিজেপির চক্রান্ত দাবি কেজরির

0
81

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে ২০ কোটি টাকার বেশি আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ তুলেছে আয়কর দপ্তর। এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে আয়কর দপ্তরের তরফে। গত বছর করোনা পরিস্থিতিতে দেশজোড়া লকডাউন চলার সময় পরিযায়ী শ্রমিকদের থেকে শুরু করে বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন।গত বছর জুলাই মাসে সমাজসেবার জন্য ‘সোনু সুদ চ্যারিটি ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করেন এই অভিনেতা।

Sonu Sood
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

নিজের স্বেচ্ছাসেবী সংস্থার জন্য চলতি বছরে এপ্রিল মাস পর্যন্ত প্রায় ১৮ কোটি টাকা সংগ্রহ করেছেন সোনু। বিদেশ থেকেও ২ কোটি ১০ লক্ষ টাকা সংগ্রহ করেন তিনি। ভারতীয় আইনে এই কাজ নিষিদ্ধ বলে জানানো হয়েছে আয়কর দপ্তরের বিবৃতিতে। উল্লেখ্য, সংগ্রহ করা টাকার মধ্যে ১ কোটি ৯০ লক্ষ টাকা সমাজসেবা মূলক কাজে ব্যবহৃত হয়েছে বাকি টাকা এখনো থেকে গিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বিজেপি নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে যোগী রাজ্যে আক্রমণের মুখে সিআইডি

আয়কর দপ্তরের দাবি, সোনু এবং তাঁর সহকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে আয়কর ফাঁকি দেওয়ার বেশ কিছু প্রমাণ পাওয়া গিয়েছে বলেও দাবি করেছে। আয়কর দপ্তর সূত্রের দাবি, তদন্তে এখনও পর্যন্ত ২০টি ভুয়ো ‘এন্ট্রি’ র কথা জানা গিয়েছে। কর বাঁচানোর জন্য বেশ কিছু ভুয়ো ঋণ নেওয়া এবং বিভিন্ন রশিদে কারচুপি করার ঘটনাও পাওয়া গিয়েছে বলে দাবি আয়কর সংস্থার।

আরও পড়ুনঃ বাল্যবিবাহে নথিভুক্তিকরণ বিল পাশ রাজস্থানে, প্রতিবাদে মুখর বিজেপি

এখনও পর্যন্ত জানা গিয়েছে, সব মিলিয়ে ২০ কোটি টাকারও বেশি আয়কর ফাঁকি দিয়েছেন সোনু, এমনটাই দাবি করা হয়েছে আয়কর দপ্তরের তরফে। অন্যদিকে, আম আদমি পার্টি এবং মহারাষ্ট্রের শিবসেনার দাবি, এ সব কিছুই বিজেপির চক্রান্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here