বিএমসির নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ সোনু

0
60

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বৃহন্মুম্বই পুরনিগমের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করলেন সোনু সুদ। তাঁর আইনজীবী ডি পি সিং জানিয়েছেন, জুহুতে তাঁর মক্কেলের শক্তি সাগর বহুতল বিল্ডিং একেবারেই বেআইনি নয়।

Sonu Sood | newsfront.co
সোনু সুদ। ফাইল চিত্র

সোমবার বিচারপতি পৃথ্বীরাজ চহ্বনের এজলাসে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি বৃহন্মুম্বই পুরসভার কাছ থেকে অনুমতি না নিয়েই তাঁর বাসভবনকে হোটেলে পরিণত করেছেন।

বিএমসির তরফে সোনু সুদকে একাধিকবার আইনি নোটিস পাঠানো হলেও অভিনেতা তার কোনওরকম উত্তর দেননি। আর তাই একপ্রকার বাধ্য হয়েই কয়েকদিন আগে বৃহন্মুম্বই পুরনিগমের তরফে সোনু সুদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এমনটাই জানানো হয়েছে বিএমসির পক্ষ থেকে।

আরও পড়ুনঃ ট্রায়ালের নয় দিনের মাথায় মৃত্যু স্বেচ্ছা সেবকের! কোভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন

শুধু সোনু সুদই নন, বাসভবনকে অবৈধভাবে হোটেলে পরিণত করার অভিযোগ অভিযুক্ত তাঁর স্ত্রী সোনালি সুদের বিরুদ্ধেও। সোনু জুহুর শক্তি সাগর এলাকার ৬ তলার একটি বিল্ডিংয়ে থাকেন। যেটা তাঁদের বাসভবন। আর সেই বাংলোতেই হোটেলের ব্যবসা চালান তাঁরা, এমনটাই অভিযোগ বিএমসির। শুধু ব্যবসা নয়, ওই বাংলোতে অন্য বেআইনী নির্মাণ গড়ে তোলার অভিযোগও রয়েছে অভিনেতার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ চিকেন বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়ানোর ষড়যন্ত্র করছে কৃষকরা- ভিত্তিহীন মন্তব্য বিজেপি বিধায়কের

দু’বার বৃহন্মুম্বই পুরসভার তরফে পরিদর্শন করা হলেও তাকে পাত্তা দেননি সোনু। আর তাই এবার বিএমসির পক্ষ থেকে জুহু পুলিশকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে অভিনেতার বিরুদ্ধে, সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য। বিএমসিরকে ওয়েস্ট ওয়ার্ডের বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়র মন্দার ওয়াকানকাত-এর স্বাক্ষর রয়েছে সোনু সুদের বিরুদ্ধে পাঠানো ওই অভিযোগ পত্রে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here