ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগে বলিউড অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সবথেকে প্রথমে নাম থাকবে সোনু সুধের। তবে শুধু সোনুই নন এই তালিকায় রয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও অভিনেতা প্রকাশ রাজও।
দেশব্যাপী করনা লকডাউনে শ্রমিকদের দুর্দশা আর কারুর অজানা নয়। সুপ্রিম কোর্টে শেষপর্যন্ত শ্রমিকদের সাহায্যের ব্যাপারে রায় দান করেছে বৃহস্পতিবার।
প্রথমত লকডাউনে কল কারখানা বন্ধ হয়ে যাওয়ায় পরিযায়ী শ্রমিকরা কর্মহীন পড়ে। তারপর চরম অব্যবস্থার মধ্যে কর্মস্থলেই আটকে থাকার চিত্র অনেকবারই সংবাদের শিরোনামে উঠে এসেছে। লকডাউন এর মেয়াদ পরপর বাড়তে থাকায় তারা বাড়ি ফেরার মরিয়া চেষ্টা শুরু করে। বাড়ি ফিরতে গিয়ে পথের মাঝেই প্রাণ হারিয়েছেন অনেকে। অনেকে আবার পিষ্ট হয়েছেন গাড়ির চাকায়। শেষ পর্যন্ত সরকার থেকে শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শ্রমিক স্পেশাল ট্রেন গুলোও আবার অনেক ক্ষেত্রেই গন্তব্যস্থলে না পৌঁছে চলে যাচ্ছে অন্যদিকে। তাতে দুদিনের যাত্রাপথ দাঁড়াচ্ছে ৯-১০ দিনে। তীব্র দাবদাহের মধ্যে জল ও খাবার সংকটের মধ্যে সেই ট্রেনেই মৃত্যু হয়েছে অনেক পরিযায়ী শ্রমিকের। অভিযোগ উঠছে চরম অব্যবস্থার।
आपके संदेश हमें इस रफ़्तार से मिल रहें हैं। मैं और मेरी टीम पूरी कोशिश कर रहें हैं हर किसी को मदद पहुँचे! लेकिन अगर इस में हम कुछ मेसजेज़ को मिस कर दें, उसके लिए मुझे क्षमा कीजिएगा 🙏 pic.twitter.com/wS7vVk9bjv
— sonu sood (@SonuSood) May 27, 2020
এমতাবস্থায়, অভিনেতা সোনু সুধ পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য খুলেছেন একটি টোল ফ্রি নাম্বার। সেই নাম্বারে যেমন ফোন আসছে, তেমনি সাহায্যও পাচ্ছে পরিযায়ী শ্রমিকরা। যখন পর্যন্ত না সমস্ত শ্রমিক বাড়ি পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত সোনু স্বস্তিতে থাকতে পারবেন না বলেও মন্তব্য করেছেন।
हमने सुबह इनसे बात की थी, ये ट्रेन पर थे। https://t.co/OdJaTqhILR
— Swara Bhasker (@ReallySwara) May 27, 2020
অন্যদিকে অভিনেত্রী স্বরা ভাস্কর মন্তব্য করেন যে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন খালি পেটে মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফিরছে। সেখানে নিজের বাড়িতে বসে আরাম করতে লজ্জা লাগে । এখনও পর্যন্ত তিনি ১৩৫০ জন পরিযায়ী শ্রমিককে সরকারি সাহায্য নিয়ে নিজ উদ্যোগে বিহার ও উত্তর প্রদেশ তাদের নিজের বাড়িতে পৌঁছে দিয়েছেন।
Thank u @KTRTRS @TelanganaDGP for the safe passage ..44 days of sheltering them n sharing my farm ..I’m gonna miss them… learnt a lot from their stories of life n love ..im proud as a fellow citizen that I didn’t let them down .and I instilled hope n celebrated sharing .. bliss pic.twitter.com/GmFF5NdwjI
— Prakash Raj (@prakashraaj) May 6, 2020
পিছিয়ে নেই অভিনেতা প্রকাশ রাজও। ইতিমধ্যে ৪৪ জন শ্রমিককে তিনি তাঁর ফার্মে আশ্রয় দিয়েছিলেন। পরে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584