নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা আক্রান্ত সোনু সুদ। গত বছর করোনা অতিমারীজনিত লকডাউনে যেভাবে গরিব মানুষের ‘মসিহা’ হয়ে পাশে দাঁড়িয়েছিলেন তা অকল্পনীয় ।করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর থেকেই কোয়ারেন্টাইন রয়েছেন তিনি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে একের পর এক অভিনেতা অভিনেত্রী আক্রান্ত হয়েছেন বলিউডে। এবার আক্রান্ত খোদ সোনু সুদ , যিনি গত বছর করোনা অতিমারীজনিত লকডাউনে অক্লান্ত সেবা করে করেছেন সাধারণ গরিব মানুষের। লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে গরিব মানুষ দের খাদ্য, বাসস্থানের আয়োজন সব কিছুতে মানুষের পাশে থেকেছেন সোনু।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।শনিবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে তিনি জানান যে, আজ সকালে তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুনঃ এবার করোনা আক্রান্ত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর
সুরক্ষাবিধির কথা মাথায় রেখে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। পাশাপাশি এও লেখেন যে, এখন হাতে অনেকটা সময় পাওয়ায় আরো বেশি করে মানুষের পাশে থাকতে পারবেন তিনি। সব সময় মানুষের পাশে আছেন, এই বার্তাই দিয়েছেন তিনি।
সম্প্রতি আরো একটি সম্মানে ভূষিত হয়েছেন সোনু।গত রবিবার থেকে কোভিড টিকাকরণ কর্মসূচিতে পাঞ্জাব সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং একথা ঘোষণা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584