মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্ক : ওটিটিতে নয়, শেষমেশ প্রেক্ষাগৃহেই মুক্তি পেতে চলেছে রোহিত শেট্টি পরিচালিত ছবি ‘সূর্যবংশী’। এক বছর আগেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু করোনার কারণে বার বার মুক্তি পিছিয়ে যায়। গতকাল, শনিবার অবশেষে রোহিত শেট্টি সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছবি শেয়ার করে জানালেন, চলতি বছরের দিওয়ালিতেই মুক্তি পাবে অক্ষয় কুমার, রণবীর সিং, অজয় দেবগণ ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’।
২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গেছিল বহু প্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’র মুক্তির দিন। পুজোর আগে কোভিড বিধি মেনে প্রেক্ষাগৃহ খুললেও ছবিটি রিলিজ করতে পারেননি পরিচালক রোহিত শেট্টি। সেইসময় দর্শকের একাংশের বক্তব্য ছিল, হয়তো ওটিটিতেই এই ছবিটি রিলিজ করার চিন্তাবনা রয়েছে পরিচালকের। তাই প্রেক্ষাগৃহে মুক্তি পেল না ‘সূর্যবংশী’। এর জবাবে রোহিত সেইসময় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই ছবির মুক্তি কোনওভাবেই ওটিটিতে হবে না, সিনেমা হলেই মুক্তি পাবে ‘সূর্যবংশী’।
এর পর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শোনা গেল চলতি বছরের এপ্রিল মাসে মুক্তি পেতে পারে ছবিটি। তবে ফের গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পরায় বন্ধ হল প্রেক্ষাগৃহের দরজা। সেই কারণে আরও একবার স্থগিত হয়ে গেল এই ছবির মুক্তি। করোনার দ্বিতীয় ঢেউ ভারত থেকে সরে গেছে। তাই চলতি বছরেরই ২২ অক্টোবর থেকে মহারাষ্ট্রে কোভিড বিধি মেনে প্রেক্ষাগৃহ খুলতে চলেছে বলে সূত্রের খবর। আর ঠিক সেই জন্যই দিওয়ালিতে ‘সূর্যবংশী’ রিলিজ করার কথা ভাবছেন পরিচালক রোহিত শেট্টি এবং সূর্যবংশীর গোটা টিম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584