নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
করোনা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে সদা তৎপর। আর তার সুস্থতা কামনা করে এবং বাংলা ও বিশ্বের মানুষ যাতে করোনা থেকে মুক্তি পায় তার জন্য দেবী বর্গভীমার কাছে প্রার্থনা জানালেন রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র।
বেশ কয়েক সপ্তাহ আগে তিনি ও তার পরিবারের লোকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তারা এখন সুস্থ রয়েছেন। দ্বাদশীর সন্ধ্যায় ৫১ সতীপীঠের অন্যতম তমলুকের বর্গভীমা মন্দিরে দেবী দর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশ, বাংলার মানুষ ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করার কথা বলেন মন্ত্রী।
আরও পড়ুনঃ কোলাঘাটের বিজয়া উৎসবে নাম না করে কাকে বিঁধলেন শুভেন্দু! জল্পনা
তিনি আরও বলেন, “করোনা মুক্ত হওয়ার পর কয়েকদিন আগেও মায়ের কাছে এসে পুজো দিয়ে প্রার্থনা জানিয়েছিলাম। তার পর আজ আবার সুযোগ পেয়ে মায়ের দর্শন করলাম।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584