ফালাকাটায় মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার

0
69

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

‘অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ’ কবিগুরুর এই ভাবনার স্বার্থক প্রতিফলন ঘটল জটেশ্বরে। মৃত্যুর পরে অন্যের চোখে আলো ফুটিয়ে যেন এই জগতটাকে দেখা যায়। জগতের যা কিছু সুন্দর তার সব কিছুকে উপভোগ করা যায়।

people | newsfront.co
নিজস্ব চিত্র

এই লক্ষ্যেই ফালাকাটা ব্লকের জটেশ্বরের সুভাষপল্লীর এক যুবক শুক্রবার মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন । এদিন গনজাগরণ মঞ্চ (জটেশ্বর ইউনিটের) উদ্যোগে সৌমিক সরকারের বাড়িতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

man | newsfront.co
অঙ্গীকার। নিজস্ব চিত্র

সেখানেই সৌমিক মরণোত্তর চক্ষুদানের কাগজপত্রে সই করে। এদিন সৌমিক সরকার জানিয়েছেন,”এই ইচ্ছেটা ছিল অনেকদিন আগে থেকেই ছিল , যে সমাজের জন্য কিছু করে যাওয়া,  যা মানুষের কাজে লাগবে।

আরও পড়ুনঃ কৃষিজমিতে বিদ্যুৎ পরিবাহী তারের বেড়া, শালবনিতে মৃত গরু

যার অন্যতম প্রধান উদ্দেশ্যই হল অন্ধজনের চোখে আলো ফুটিয়ে মৃত্যুর পরেও নিজেকে জীবিত রাখা। তার আবেদন প্রত্যেক মানুষের উচিত মরণোত্তর চোখ দান করে যাওয়া তাতে অনেক দৃষ্টিহীন পৃথিবীর আলো দেখতে পাবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here