সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও কিছুটা অবনতি, বাড়ছে উদ্বেগ

0
77

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ভালো নেই ফেলুদা। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও কিছুটা অবনতি হল গতকাল রবিবার। এদিন বিকেলে এমনটাই জানানো হয়েছে বেসরকারি হাসপাতালের তরফে। সঙ্গে জানানো হয়েছে, শরীরের ভিতরে রক্তক্ষরণ হওয়ায় অভিনেতার দেহে হিমোগ্লোবিনের মাত্রা হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে ফের তাঁর ডায়ালিসিস করার ভাবনা চিন্তা করছেন চিকিৎসকরা।

Soumitra Chatterjee | newsfront.co
সৌমিত্র চট্টোপাধ্যায়

দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর কেটে গিয়েছে ২৫ দিন। আর প্রতি মুহূর্তে প্রিয় নায়কের আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন অনুরাগীরা। কিন্তু এখনও শারীরিক অবস্থার কোনও উন্নতি ঘটেনি বলেই জানালেন চিকিৎসক।

রবিবার বিকেল পাঁচটার মেডিক্যাল বুলেটিনেই বেলভিউর তরফে ডা. অরিন্দম কর জানান, শরীরের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণের ফলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা হ্রাস পেয়েছে। তবে অনুচক্রিকার মাত্রা বেড়েছে অভিনেতার শরীরে। কোথা থেকে রক্তক্ষরণ হচ্ছে তা জানতে রবিবার সন্ধ্যায় তাঁর একাধিক পরীক্ষা হয়।

আরও পড়ুনঃ ঘরবন্দি হু প্রধান ঘেব্রেয়েসাস

এরপর রক্তে বিভিন্ন রাসায়নিকের ভারসাম্য ফেরাতে তাঁর ফের ডায়ালিসিস করেন চিকিৎসকরা। এদিন তাঁকে ৫ বোতল রক্ত দেওয়া হয়েছে। এদিকে, তাঁর আচ্ছন্নভাবও কাটছে না কোনওভাবেই। অক্সিজেনও চলছে আগের মতোই। কোনও ক্ষেত্রেই উন্নতির লক্ষণ চোখে পড়ছে না বলেই জানান ডা. অরিন্দম কর।

আরও পড়ুনঃ লোকাল ট্রেন চালু নিয়ে সোমবার বৈঠক নবান্নে

সঙ্গে বলেন, “২৫-২৬ দিন হয়ে যাচ্ছে, কিন্তু নিউরজিক্যাল সমস্যাটাই বেশি করে ভোগাচ্ছে বর্ষীয়ান অভিনেতাকে। স্নায়ুর সমস্যাই তাঁর শারীরিক অবস্থা উন্নতি না হওয়ার অন্যতম কারণ বলে মনে হয়। উনি একাধিক উপসর্গ নিয়েও লড়ছেন। কিন্তু খুব বেশি আশা করা যাবে না।’

ওদিকে সৌমিত্রর জন্য রক্তদানের আবেদন জানিয়ে একটি বিবৃতি জারি করেছে শিল্পী পরিষদ। তাতে বলা হয়েছে, ‘আপনারা জানেন, আমাদের সভাপতি তথা কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ এবং তাঁর জীবনদায়ী চিকিত্‍‌সা চলছে।

তাঁর কিছু সময় অন্তর অন্তরই প্লেটলেট/ব্লাড ট্রান্সফিউশন করতে হচ্ছে। আপনি যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হন এবং রক্তদানে ইচ্ছুক হন (শুধুমাত্র A+ রক্তদাতা), তাহলে অনুগ্রহ করে অবিলম্বে ফোরামের অফিসে ৭০৪৪০৬১৯০১/ ৭০৪৪০৬৪৯০১ এই নম্বরে যোগাযোগ করুন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here