সুদীপ পাল,বর্ধমানঃ

তিনি নিজে প্রার্থী অথচ তিনিই পেলেন না ভোটাধিকার প্রয়োগের সুযোগ।তিনি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
ষষ্ঠ দফার এই নির্বাচন ঘিরে শাসক এবং বিরোধী প্রার্থীর মধ্যে পারদ ছিল চরমে। সৌমিত্রবাবু শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর থেকেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাঁর দলের কর্মী সমর্থক সবাই।

আদালতের নির্দেশে জেলায় ঢোকা নিষিদ্ধ।তাই প্রয়োগ করতে পারলেন না ভোটাধিকার।দুর্গাপুরে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন,শান্তিপূর্ণ ভোট চেয়েছিলাম। তৃণমূল শুধু ছাপ্পা ভোটগুলি পাবে বলে তাঁর মত। তিনি প্রায় দেড় লক্ষ ভোটে জিতবেন বলে আশাবাদী।
আরও পড়ুনঃ তমলুকে জেতার বিষয়ে আশাবাদী বিজেপি প্রার্থী
সৌমিত্রবাবুর বাবা ধনঞ্জয় খাঁ বলছেন,এই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপোর ষড়যন্ত্র।
বিজেপি জয়ের ব্যাপারে আশাবাদী হলেও শাসক দল মনে করছেন এই কেন্দ্র থেকে জয়লাভ করবে তৃণমূলই। রাজ্যের সুশাসনের জন্যই মানুষ আবার তৃণমূলকে ভোট দেবে বলে মনে করছে তৃনমূলের কর্মী-সমর্থকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584