অভিষেককে চোর-ডাকাত বলে কটাক্ষ সৌমিত্রর, পাল্টা মামলার হুমকি তৃণমূলের

0
75

মনিরুল হক, কোচবিহারঃ

কোচবিহারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর-ডাকাত বলে কটাক্ষ করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ।

tea adda | newsfront.co
‘ চায়ে পে চর্চা ‘ কর্মসূচি ৷ নিজস্ব চিত্র

মঙ্গলবার সকালে কোচবিহার শহরের সাগরদিঘী সংলগ্ন এলাকায় প্রাতঃভ্রমণে বের হন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। সেখানে জনসংযোগ বাড়াতে ‘চায় পে চর্চা’ কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভাইপো একটা চোর , অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ডাকাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়লা মাফিয়ার যোগাযোগ আছে ৷”

morning walk | newsfront.co
প্রাতঃভ্রমণে সৌমিত্র খাঁ ৷ নিজস্ব চিত্র

তিনি আরও বলেন, “আমি ওপেনলি বলছি আজকে কোচবিহারে ওপেন মিটিংয়ে বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেলেদের কাছে চাকরির দেওয়ার নাম করে টাকা তুলেছে এলাকায় এলাকায় ,তার সঙ্গী বিনয় মিশ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন আমার বিরুদ্ধে কেস করতে, আমি রাস্তায় বুঝে নেব।”

soumitra khan | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ -র এহেনে বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে।তার এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “আজ সকালে বিজেপির যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ কোচবিহার শহরে এসে যে মন্তব্য করেছেন আমরা তার তীব্র নিন্দা করছি। শহরের সংস্কৃতি এবং শহরে যে ধরণের ভাষা আজকে উনি ব্যবহার করেছেন তার আমরা নিন্দা করছি।

আরও পড়ুনঃ দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত হল আলিপুরদুয়ারের দুই তৃণমূল নেতা

খুব দ্রুত কোতয়ালি থানায় এফআইআর করা হবে। সৌমিত্র খাঁর বোঝা উচিত তার সৃষ্টিটা কোথা থেকে। একদিন এই দলে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ হয়েছিলেন। যাদেরকে নিয়ে আজকে উনি পথ চলছেন তার গুরুরা একদিন এই দলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করে গেছেন। আজকে যে ভাষায় আক্রমণ করে গেলেন তার বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় এফআইআর করা হবে এবং উনি বলেছেন যা হওয়ার দেখা যাবে আমরা আদালতে যাচ্ছি আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ সিএএ ইস্যু নিয়ে রাজ্যে নিজের দলের বিরুদ্ধেই প্রশ্ন তুললেন, বিজেপি সাংসদ শান্তনু

উনি যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমরা যদি চাই তাহলে উনারা যে সকালে প্রাতঃভ্রমণ করছেন, সেই প্রাতঃভ্রমণ গুঁড়িয়ে দিতে পারি আমরা। হিংসার পরিবেশ তৈরি করার জন্য যারা এসেছে তাদের আমাদের পায়ে পা রেখে লড়াই এর মধ্যে নামানোর জন্য এরা এসেছে।

আমরা সেই ফাঁদে পা দেব না প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীকে বলব আপনারা সংযত হোন। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here