নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শুক্রবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে চায়ে পে চর্চায় রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ যোগ দেন। এদিন সকালে তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে সোজা চলে আসেন খড়িবাড়িতে।
খড়িবাড়ি বাজারে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে তিনি সংগঠনের কর্মীদের সাথে চায়েপে চর্চায় মিলিত হন।বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পগুলো সম্পর্কে যুব মোর্চার কর্মীদের তিনি সচেতন করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মিথ্যা কথা বলতে ভালবাসেন,তিনি মিথ্যার রানী। বিষ্ণুপুরের সংসদ বলেন, “উন্নয়নের নামে তৃণমূলের নেতারা নদীর চর,বনভূমি সহ সরকারি জমি চড়া দামে বিক্রি করে দিচ্ছে। আর সেখানে বিএলআরও এর স্টাম্প পড়ে যাচ্ছে।”
শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, “শুভেন্দু দা কি করবেন সেইটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে দেখা যাচ্ছে সম্ভবনার দিকে কিছুটা এগোচ্ছে। গতকাল রাতে যেভাবে রিজাইন দিল। কোন ভাল মানুষ তৃণমূল কংগ্রেসে থাকবে না। আজকেও দেখুন উত্তরবঙ্গের কোন বিধায়ক আমাদের দলে যোগদান করতে পারে।”
আরও পড়ুনঃ মন্ত্রিত্ব থেকে ইস্তফা শুভেন্দুর, ফেরালেন সরকারি নিরাপত্তা, রইল বিধায়ক পদ
এছাড়া তিনি মিহির গোস্বামী প্রসঙ্গেও বলেন যে , “সম্ভাবনা আছে আমাদের দলে যোগদান করার। কারণ মিহির বাবুতো গতকাল বলেছেন যে তৃণমূল কংগ্রেস করছেন না। সত্যিই তাই ওনার মতো মানুষের তৃণমূল কংগ্রেস করাটা খুব কষ্টের ব্যাপার। আর আমরা উত্তরকন্যা অভিযানের মাধ্যমে মমতা ব্যানার্জীকে একটাই বার্তা দিতে চাই উত্তরকন্যা নামেই শুধু উত্তরকন্যা।
আরও পড়ুনঃ ধর্মঘটের প্রভাবমুক্ত বীরপাড়া মাদারিহাট
কোন কাজ হচ্ছে না সেখান থেকে কাজ করতে হলে রাইটার্স বা নবান্নে যেতেই হচ্ছে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা ও তথৈবচ। এরাতো গিরগিটির মতো রং পাল্টায়। আর এক মাসের মধ্যে পুলিশ রং বদলাতে শুরু করবে। কারণ এক মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস ভেঙে যাচ্ছে। ২৫ শে ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের শেষ আর সেইদিন বড়দিন হিসাবে উদযাপিত হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584