ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
সোস্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট যা দলের ভাবমূর্তি নষ্ট করছিল সেই অভিযোগে বহিষ্কৃত হলেন বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরা।গতকাল বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এসডিপিও সুকোমল কান্তি দাসের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেগে আজ দিল্লীতে বিজেপির জাতীয় কার্যালয়ে গিয়ে দলবদল করেন।সৌমিত্র-অনুপমের সঙ্গে মুকুল রায়ের সখ্যতা এবং যোগাযোগ ছিল তৃণমূল দলীয়ভাবে তা জানতই।এরই পাশাপাশি বীরভূমের জেলাস্তরীয় রাজনীতিতে জেলা সভাপতি অনুব্রত এবং অনুপমের সম্পর্ক যে তিক্ত ছিল তা সর্বজনবিদিত।লোকসভা ভোটের মুখে দল বদলের ছকও কষছিলেন এই দুই সাংসদ বলেও সূত্রের খবর।এমতাবস্থায় গতকাল সৌমিত্রর ফেসবুক লাইভ পোস্ট এবং দিনের আলো ফুটতেই পদ্ম শিবিরে যোগ দেখে সময় অতিবাহিত না করেই বহিষ্কারের সিদ্ধান্ত বলেই রাজনৈতিক মহলের অভিমত।কারন সুযোগ না দিয়ে অনুপমও দল বদল করলে তাতে রাজনৈতিকভাবে লাভবান হবে সাংসদ।তাই অনুপমকে শেষ পর্যন্ত বহিষ্কৃত হতে হল।
আরও পড়ুন: বিজেপিতে যোগ সৌমিত্রর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584