শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রবিবার দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ বেলভিউ নার্সিংহোম ঘোষণা করে জানালেন, সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। কিন্তু প্রবাদপ্রতিম অভিনেতার ভক্ত-অনুরাগীরা যাতে বিভিন্ন জায়গায় ভিড় করে সমস্যা তৈরি না করেন, তার জন্য এবার ফেসবুকের মাধ্যমে সৌমিত্র কন্যা পৌলমী বসু এবার সকলের প্রতি সংযত থাকতে আর্জি জানালেন।
পৌলমী এদিন ফেসবুকে লেখেন, ‘অত্যন্ত শোর্কাত হদয়ে জানাচ্ছি, আমার প্রিয় মানুষটা, আমার বাবা আজ সকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। পরিবার হিসেবে আমরা বিধ্বস্ত। আপনারা তাঁর আত্মার শান্তি কামনা করুন।’
তিনি অনুরোধ করেন, ‘আমি সকলকে অনুরোধ করছি এখন কেউ বাড়ি থেকে বেরোবেন না। আমার মা এবং পুত্রের শরীর অত্যন্ত খারাপ। প্লিজ তাঁদের বিপদ বাড়াবেন না। করোনার কথা মাথায় রেখে আমাদের সুরক্ষার জন্য প্রার্থনা করুন। আপনারা বাবাকে ভালোবেসে থাকলে তাঁর শেষ ইচ্ছেটাও পূরণ করুন।
আমি এখন সকলের সঙ্গে যোগাযোগের মতো মানসিক অবস্থায় নেই। একটু ছন্দে ফিরলে আমিই সকলের সঙ্গে যোগাযোগ করব।’ প্রসঙ্গত সৌমিত্র বাবু শেষ ইচ্ছা ছিল এটাই, তার জীবদ্দশায় যে ভালবাসা তিনি পেয়েছিলেন, মৃত্যুতেও তা যেন অক্ষুন্ন থাকে!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584