কৃষক আন্দোলন প্রসঙ্গে সচিনের পাশে সৌরভ ও কুম্বলে

0
94

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

মোদী সরকারের কৃষি আইনের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন কৃষক সমাজের এই আন্দোলনে সমর্থনে পপ তারকা রিহানা এবং পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের টুইটের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে অনেক বিশিষ্ট মানুষ৷

Saurav Sachin | newsfront.co

ক্রিকেটারদের মধ্যে প্রথম দেশবাসীকে একজোট থাকার আবেদন জানিয়ে টুইট করলেন সচিন তেন্ডুলকর৷ সচিনের টুইট রিটুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷ আর এক প্রাক্তন তারকা অনিল কুম্বলেও টুইট করে স্পষ্ট করেছে, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার সমাধানের ক্ষমতা রাখে ভারত৷

আরও পড়ুনঃ এবার ফুটবলার তুলে আনবেন বিরাট

টুইটারে সচিন লিখেছেন, “ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোস করা যায় না৷ বহির্বিশ্ব দর্শক হতে পারে, কিন্তু এর অংশ হতে পারে না৷ ভারতীয়রা ভারতকে যথেষ্ট ভালভাবে জানে এবং তাঁরাই ভারতের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে৷ আসুন দেশ হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকি৷”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here