অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
পেশাদারিত্বর প্রমান সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়েছিলেন। তবুও কাজ থেকে দমিয়ে রাখা যায়নি তাঁকে। সোমবার হাসপাতালের বেডে শুয়েই আইপিএলের গভর্নিং কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতীয় বোর্ড সভাপতি হিসেবে আইপিএল গভর্নিং কাউন্সিলের ওই বৈঠকে সৌরভের উপস্থিতি দেখে অবাক বাকি বোর্ড কর্তারা। অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো ওই বৈঠকে অংশ নিতে পারবেন না। কিন্তু সৌরভ বসে থাকতে চাননি। তিনি ওই বৈঠকে শুধু অংশই নেননি, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে নিজের মতামতও রেখেছেন।
আরও পড়ুনঃ পন্টিং ভিভ সোবার্সকে ছোঁয়ার পাশাপাশি ব্র্যাডম্যানের পরে নিজের নাম রাখলেন স্মিথ
তবে হাসপাতালের বিছানায় সেখানকার পোশাকে অসুস্থ শরীরে শুয়ে রয়েছেন, সেটা সম্ভবত দেখাতে চাননি বোর্ড সভাপতি। তাই ভিডিয়োটি তিনি ‘অফ’ করে রেখেছিলেন। শুধু অডিও চালু ছিল। হাসপাতালের ডাক্তাররা অনুমতি না দিলেও তিনি ডাক্তারদের আশ্বস্ত করেন।
গত শনিবার সকালে জিম করতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। এরপর হাসপাতালে ভর্তি হন গোটা দেশ সৌরভের জন্য প্রার্থনা করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584