শাহ-সৌরভ পাশাপাশি

0
70

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

এক মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় ও অমিত শাহ। রবিবার সৌরভ রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে বৈঠক করাতে তার রাজনৈতিক বলা ভালো বিজেপিতে যোগদানের তথ্য উঠে আসে। আর সোমবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বিসিসিআই সভাপতি, প্রেক্ষাপট দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠান।

Sourav with Amit Shah | newsfront.co

আর সেই মঞ্চেই পাশাপাশি দাঁড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বোর্ড সভাপতি। সঙ্গে ছিলেন বোর্ড সচিব অমিত-পুত্র জয় শাহ, বিজেপি নেতা অনুরাগ ঠাকুর সহ অন্যান্যরা। ছিলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ও ভারতীয় দলের বর্তমান সদস্য শিখর ধাওয়ানও।

দীর্ঘ দিন দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনর চেয়ারম্যান পদে ছিলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার তাঁর ৬ ফুটের মূর্তি স্থাপিত হল নব নামাঙ্কিত অরুণ জেটলি স্টেডিয়ামে। অমিত শাহ বলেন, “ক্রিকেট নিয়ে অত্যন্ত উৎসাহী ছিলেন জেটলি। আইপিএল নিয়ে খুঁটিনাটি তাঁর নখদর্পণে ছিল। টুর্নামেন্টের আইনি দিকগুলি খতিয়ে দেখতেন তিনি। ক্রিকেটের পরিকাঠামো তৈরিতেও তাঁর বড় ভূমিকা ছিল। সেইসঙ্গে দেশের অর্থনীতিকে নতুন দিশা দেখিয়েছিলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী। এককথায় বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন অরুণ জেটলি। আমার কাছে তিনি বড় ভাইয়ের মতো।”

আরও পড়ুনঃ রবিবাসরীয় বিকেলে রাজভবনে ‘দাদা’, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির ৬৮তম জন্মবার্ষিকী সোমবার। সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় শ্রদ্ধা জানান প্রয়াত কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। টুইটে মোদী লেখেন, “জন্মবার্ষিকীতে আমার বন্ধুকে স্মরণ করছি।” তবে সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে সৌরভের বিজেপি যোগদানের জল্পনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here