অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বারবার ভারতীয় ক্রিকেটের সাফল্যে মুগ্ধ হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।অস্ট্রেলিয়া সফরে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের পরেও শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী।
শনিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বলেন, “এই মাসে ক্রিকেট মাঠ থেকে একটা ভাল খবর পেয়েছি আমরা। প্রথমদিকে ঝটকা খেলেও ভারতীয় দল দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে নিয়েছে। আমাদের দলের কঠোর পরিশ্রম এবং ঐক্য সবার কাছে অনুপ্রেরণামূলক।”
প্রধানমন্ত্রীর এই ভাষণের উত্তর দিতে গিয়ে সৌরভ লিখেছেন, “অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্যে সম্মানীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।”
আরও পড়ুনঃ ছাড়া পেলেন সৌরভ, খেতে হবে কড়া ওষুধ
প্রধানমন্ত্রীর ভাষণকে রিটুইট করে কোহালি তেরঙার ছবি পোস্ট করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়েছে, “আপনার প্রশংসা এবং উৎসাহের জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদী। তেরঙা আরও উঁচুতে ওড়ানোর জন্য টিম ইন্ডিয়া আরও পরিশ্রম করবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584