অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন হয়ে গেল এগারো বছর। আইপিএলে খেলেন না সাত বছর। প্রায় সাড়ে সাত বছর পর ব্যাট হাতে সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌজন্যে মোতেরায় জয় শাহ একাদশের বিরুদ্ধে সৌরভ একাদশের বন্ধুত্বপূর্ণ ম্যাচ। এদিন জয় শাহের দলের বিরুদ্ধে ৩৭ বলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৫৩ রান করেন। মারলেন তার বিখ্যাত বাপি বাড়ি যা ট্রেড মার্কের এগিয়ে এসে ছয়। সৌরভের ইনিংস ৪টি চার ও ১টি ছয় দিয়ে সাজানো।
১২ ওভারের বন্ধুত্বপূর্ণ ম্যাচ সৌরভ দারুন খেললেও তার দল জয় শাহর দলের কাছে হার হারলো। নতুন মোতেরা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে জয় শাহের দল নির্ধারিত ১২ ওভারে তিন উইকেট হারিয়ে ১২৮ রান তোলে।
আরও পড়ুনঃ মহামেডানের নতুন হেডস্যার শঙ্করলাল
সচিব একাদশের হয়ে মহম্মদ আজহারউদ্দিন ৩৭ রান ও বিসিসিআইয়ের প্রাক্তন সচিব নিরঞ্জন শাহের ছেলে জয়দেব শাহ ৩৮ রান করেন। এই রান তাড়া করতে নেমে সৌরভের একাদশ নির্ধারিত ২০ ওভারে ১০০ রানে থেমে যায়। ফলে মহারাজের দল ২৮ রানে ম্যাচ হারে।
বল হাতেও সফল সৌরভ শুধু ব্যাটেই নয়, এদিন বল হাতেও সফল সৌরভ। ২ ওভার বল করে ২৬ রান দিয়ে বিপক্ষ দলের একমাত্র শাহর উইকেট নেন। সৌরভ, আজহারদের বন্ধুত্বপূর্ণ লড়াই বেশ উপভোগ্য হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584