দুটি স্টেন্টই বসছে, সৌরভকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

0
68

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

এক না দুই সারাদিন এই নিয়ে জল্পনা ছিল। এক সময় মনে হচ্ছিল একটাতেই কাজ হবে কিন্তু না প্রত্যাশা মতোই বৃহস্পতিবার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে আরও দু’টি স্টেন্ট বসল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুকে। বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠীর তত্ত্বাবধানে অ্যাঞ্জিওপ্লাস্টি হল সৌরভের। এর আগে তাঁর অ্যাঞ্জিগ্রামও করা হয়।

Sourav Ganguly Mamata Banerjee | newsfront.co

জানা গিয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টির পর সুস্থই রয়েছেন তিনি। আপাতত ক্যাথ ল্যাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে সৌরভকে। সৌরভকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভকে দেখতে যান তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।বুধবার সকালেই ক্যাথ ল্যাবে ডাক্তারি পরীক্ষা করা হয় সৌরভের।

আরও পড়ুনঃ ভিভোই থাকতে চলেছে আইপিএলের টাইটেল স্পনসর

এরপর ইকো কার্ডিওগ্রাম, ইসিজি এবং তাঁর রক্তেরও বেশ কিছু পরীক্ষা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিসিসিআই সভাপতির সব রিপোর্টই যথেষ্ট আশাব্যঞ্জক। একজন হৃদরোগে আক্রান্তের যা যা শারীরিক প্যারামিটার থাকে তার থেকে সৌরভের শারীরিক অবস্থা অনেকটাই ভাল। তবে আর কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি মুখ্যমন্ত্রীর

তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় আজই মহারাজের বুকে স্টেন্ট বসানো হবে। এরপরই ডা. দেবী শেঠী, প্রখ্যাত কার্ডিওলজিস্ট অশ্বিন বালাচাঁদ মেহতা, চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের নেতৃত্বে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয় সৌরভের বুকে। দুপুর তিনটে থেকে শুরু হয় অ্যাঞ্জিওপ্লাস্টি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here