উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
ভোটের মুখে রবিবাসরীয় বিকেলে দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের রাজভবনমুখী হওয়া ঘিরে বঙ্গ রাজনীতিতে শুরু হল নয়া জল্পনা। এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তা ঘিরেই রহস্য দানা বাঁধে রাজনৈতিক মহলে।
খেলা ছাড়ার পর কি এবার রাজনীতিতে? সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জল্পনা নতুন নয়। দিন কয়েক আগে রাজ্য সফরে এসে কেন্দ্রীয় অমিত শাহ বলেছিলেন, বিজেপি দুশোরও বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতা আসছে। ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী। আর তাতেই সৌরভের রাজনীতি যোগ দেওয়া নিয়ে জল্পনা আরও বেড়েছে।
রাজনৈতিক মহল মনে করে বিজেপির আর্শীবাদ ছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায় কখনোই বিসিসিআইয়ের চেয়ারম্যানের চেয়ারে বসতে পারতেন না। বিসিসিআই কমিটির সেক্রেটারি আছেন অমিত শাহের পুত্র জয় শাহ। তবে নিজের বিজেপি যোগের বিষয়ে সৌরভ নিজে এখনও পর্যন্ত মুখ খোলেননি। আবার বিষয়টি যে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন, এমনটাও নয়।
তাহলে? এটা এখন লাখ টাকার প্রশ্ন। এসবের মাঝে এদিন রাজভবনে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে। সূত্রের খবর, বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা তাঁর। নির্ধারিত সময়ের কিছুটা আগেই রাজভবনে পৌঁছে যান তিনি।
আরও পড়ুনঃ সুনীলকেও কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন কৈলাসের
বিজেপির মহিলা মোর্চার পরিচালনায় দুর্গাপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের গ্রুপ নিয়ে নাচে অনুষ্ঠান করে যান সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী। সে সময়ে ডোনা গাঙ্গুলি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়ে দিয়েছিলেন, সৌরভ রাজনীতিতে আসবে কিনা, সেটা তার সিদ্ধান্ত। তবে রাজনীতিতে এলেও তিনি টপেই থাকবেন।“ ডোনা গাঙ্গুলির এই মন্তব্যে সৌরভের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা তৈরি হয়।
আরও পড়ুনঃ থালা বাজিয়ে ‘মন কি বাত’-বয়কট আন্দোলনরত কৃষকদের
উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে আবার বঙ্গ আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিনই তাঁর হাওড়ায় জনসভা করার কথা বলে সূত্রের খবর। কিছুদিন আগেই দু-দিনের বঙ্গসফর সেরে দিল্লি ফিরেছেন অমিত শাহ। সে বার সফরের প্রথমেই উত্তর কলকাতায় স্বামীজির বাড়ি গিয়েছিলেন তিনি। তবে এবার তিনি কতদিন রাজ্যে থাকবেন বা কী কী কর্মসূচি থাকছে তা এখনও স্পষ্ট নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584