বুধবার ছাড়া হবে সৌরভকে, মেনু থেকে বাদ প্ৰিয় বিরিয়ানি

0
109

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

সৌরভ গঙ্গোপাধ্যায় সুস্থ হলেও তাকে মানতে হবে একাধিক নিয়ম ৷ ধূমপান বা মদ্যপান কোনওদিনই করেন না সৌরভ তাই সেই দিকে অসুবিধা নেই৷

sourav ganguly | newsfront.co
ফাইল চিত্র

বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় ডায়াবেটিস ছিল বলে অনেক দিন আগেই চিনি বা মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনিও। তবে সৌরভের প্রিয় বিরিয়ানি চিরকালের মতো বাদ পড়ছে তার মেনু লিস্ট থেকে, একই সঙ্গে খাসির মাংসতেও জারি হল নিষেধাজ্ঞা।

আরও পড়ুনঃ রবিবার সকালে রাজ্যে এলেন মিম সুপ্রিমো, ফুরফুরা শরীফে বৈঠক

তবে খেলে মাঝে মধ্যে কচি পাঠার মাংস খেতে পারবেন৷ বুধবারই মহারাজকে ছুটি দিয়ে দেওয়া হবে। সৌরভ অবশ্য চিকিৎসকদের আশ্বস্ত করেছেন, সবরকম পরামর্শই মেনে চলবেন। আপাতত তাঁর বাকি দু’টি আর্টারিতে স্টেন্ট বসানো হচ্ছে না৷ বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক দেবী শেট্টির সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা।

আরও পড়ুনঃ শুভেন্দু আসায় সন্দেহ দূর হয়েছে দিলীপের- জানালেন ঝাড়গ্রামে

উডল্যান্ডস হাসপাতালের তরফে এদিন মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, “জুম ভিডিও কলে দেবি শেট্টি, রমাকান্ত পান্ডে-সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে এদিন ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের আলোচনা হয়৷ নিউইয়র্কের এক বিশেষজ্ঞ চিকিৎসক স্য়ামুয়েল ম্য়াথিউ সেই বৈঠকে যোগ দেন৷

তাতে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রাথমিক যে চিকিৎসা হয়েছে তা যথাযথ। আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায় ভাল আছেন। যে ধমনীটি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটিও এখন ঠিকঠাক কাজ করছে। ফলে সব চিকিৎসকরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর বাকি দু’টি ধমনীতে কিছুদিন পরে স্টেন্ট বসানো হবে। হাসপাতালের চিকিৎসকরাই বাড়ি গিয়ে নিয়মিত তাঁর শারীরিক অবস্থার উপরে নজর রাখবেন৷”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here