অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে জল্পনা। রবিবার রাজ্যপালের সঙ্গে রাজভবনে বৈঠক হওয়ার পরে। যদিও সৌরভ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, রাজনৈতিক কোনও কারণে নয়, রাজ্যপালের সঙ্গে সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ।
এদিন বিকেল ৪.৪০ মিনিটে সৌরভ গঙ্গোপাধ্যায় রাজভবনে, রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে যান বৈঠক হয় এক ঘন্টা। সৌরভ বলেন, ‘রাজ্যপালের সঙ্গে দেখা করা নিয়ে কোনও পরিকল্পনা ছিল না। এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনৈতিক কোনও ইঙ্গিত খুঁজবেন না। উনি একজন সম্মানীয় মানুষ।
আসলে রাজ্যপাল কলকাতায় আসার পর এখনও ইডেন গার্ডেন্স দেখে উঠতে পারেননি। সেই কারণেই তিনি ইডেন ঘুরে দেখতে চেয়েছিলেন। লকডাউনের পরে ইডেন খুলেছে। তাই সেই বিষয়ে কথা হল। রাজ্যপাল ইডেন ঘুরে দেখা নিয়ে ইচ্ছাপ্রকাশ করেন। আজ ইডেনে প্রস্তুতি ম্যাচ চলার কারণে তাঁকে আমন্ত্রণ জানাতে পারিনি। সেই কারণেই আমি সাক্ষাৎ করতে রাজভবনে চলে আসি। এরমধ্যে নিয়ে যাব।“
আরও পড়ুনঃ রবিবাসরীয় বিকেলে রাজভবনে ‘দাদা’, তুঙ্গে রাজনৈতিক জল্পনা
এরপর সৌরভ বলেন,”মাননীয় রাজ্যপালের সঙ্গে এর আগে রাজভবনে আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি। একাধিক অনুষ্ঠানে দেখা হলেও রাজভবনে তাঁর সঙ্গে এই প্রথমবার সাক্ষাৎ হল। খুব ভালো লাগল খুব ভালো মানুষ উনি।“
সৌরভ সৌজন্য সাক্ষাৎ বললেও শোনা যাচ্ছে সৌরভ রাজ্য সরকারের নিরাপত্তা ছাড়তে পারেন, নেবেন কেন্দ্রীয় নিরাপত্তা সেই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গেও তার কথা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584